জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা ১৩ দিন পেছালো
স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা শুরুর তারিখ ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি করা হয়েছে। এ পরীক্ষার রুটিনও তৈরি করা হয়েছে। পরীক্ষা পেছানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলো। একই দাবিতে বুধবার সকালেও বিভিন্ন কলেজের কিছু শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটকে সমাবেশ করতে জমায়েত হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে আসে। কিন্তু স্মারকলিপি জমাদানের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষা ১৩ দিন পিছিয়ে দিয়েছে।
কলড্রপে ক্ষতিপূরণের নির্দেশনা আসছে
স্টাফ রিপোর্টার: মোবাইলফোনে কলড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে শিগগিরই বিটিআরসির পক্ষ থেকে অপারেটরগুলোকে নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। সরকারের ২ বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কতোখানি কলড্রপ হলো, আর কতো মিনিট ফেরত দেয়া হলো- বিটিআরসি যেন যথাযথভাবে মনিটরিং করে, সে বিষয়ে নির্দেশনাও দেয়া হবে। ভোগান্তিতে থাকা গ্রাহকরা কবে থেকে এই ক্ষতিপূরণ পাবেন জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বিটিআরসি কাজ করছে, এ বছরের মধ্যেই গ্রাহকরা ক্ষতিপূরণ পেতে শুরু করবেন। বিটিআরসি এ নির্দেশনা দেবে।
কর্মবিরতীতে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা
স্টাফ রিপোর্টার: অষ্টম জাতীয় বেতন কাঠামোয় অবনমনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। প্রতিদিন সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ১৫ জানুয়ারি থেকে গণছুটি, পূর্ন কর্মবিরতি পালন করবেন তারা। এতে ন্যাশনাল পেমেন্ট সুইচ, অটোমেটিক ক্লিয়ারিং হাউজের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, যাতে অচল হয়ে পড়বে সবধরনের ব্যাংকিং লেনদেন। গতকাল বুধবার এক সাধারণ সভায় এসব কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সভায় কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সম্প্রতি ঘোষিত ৮ম জাতীয় বেতন কাঠামোয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রবেশ পদকে (সহকারী-পরিচালক) ৯ম গ্রেডে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে ২২ ডিসেম্বর থেকে বিক্ষোভ, মানববন্ধন, কালোব্যাজ ধারন, প্রতীকী কলম বিরতি ও গণস্বাক্ষর কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।