দিতিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে

স্টাফ রিপোর্টার: মাদ্রাজে চিকিৎসাধীন চিত্রনায়িকা দিতিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দিতির কন্যা লামিয়া চৌধুরী বলেছেন, মায়ের অবস্থার পরিবর্তন চিকিৎসকদের দ্বারা সম্ভব নয়। এখন পুরোটাই নির্ভর করছে আল্লাহর ওপর। তাই ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে দিতির শারীরিক অবস্থার খবর পেয়ে চলচ্চিত্র অঙ্গনে বেদনার ছায়া পড়েছে। তারা দিতিকে দেখার অপেক্ষায় রয়েছেন।
শিল্পী সমিতির মহাসচিব পরিচালক মুশফিকুর রহমান গুলজার জানান, দিতি শিগগির দেশে ফিরে আসছেন। বর্তমানে চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে চিকিৎসাধীন দিতির সাথে মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়েত চৌধুরী রয়েছেন। তিনি জানান, দিতির শরীরের অবস্থার আরো অবনতি ঘটেছে। তার মাথার চুল পড়ে যাচ্ছে। তারা শিগগিরই ঢাকায় ফিরে আসবেন। মুশফিকুর রহমান গুলজার বলেন, লামিয়ার সাথে বুধবার সকালে আমার কথা হয়েছে। দিতি ভালো নেই। তার শরীরের উন্নতির হওয়ার আর কোনো আশা দেখছেন না চিকিৎসকরা। সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে। গত বছর ২৯ জুলাই প্রথমবারের মতো দিতির মাথায় অস্ত্রোপচার করা হয়। কিছুদিন সুস্থ থাকলেও আবারো হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই নায়িকা। এরপর দ্বিতীয় দফায় নভেম্বর মাসে চেন্নাই নিয়ে সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।