স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে দর্শনাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের স্থানীয় কাউন্টারে সশস্ত্র ডাকাতদল হামলা চালিয়ে যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল লুট করেছে। এ সময় নাইটগার্ড কাঠু মণ্ডলকে হাত পা বেঁধে রেখেছিলো ডাকাত দল। গতকাল বুধবার ভোরে দর্শনায় এ ঘটনা ঘটে।
দর্শনা ডিলাক্স পরিবহনের কাউন্টার মাস্টারের বরাত দিয়ে ওয়েব প্যাটেলে বলা হয়েছে, গত পরশু সোমবার দিনগত রাতে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি কোচ ঢাকা থেকে ছেড়ে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা কাউন্টারে পৌঁছে। গাড়ি থামার সাথে সাথে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল গাড়িতে ও কাউন্টারে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে অবস্থান করা ভারতগামী যাত্রীদের। এরপর যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে ডাকাতরা। এ সময় যাত্রীরা চিৎকার করার চেস্টা করলে তাদেরকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে চলে যায় ডাকাত দল। বুধবার সকাল ১০ টার দিকে উক্ত পরিবহনের কাউন্টার মাস্টার মো. লাভলু মিয়া বাদী হয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফেরদৌস ওয়াহেদ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।