মহেশপুরে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতা ও বরকে কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতা ও বরকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বেগমপুর গ্রামের শরিফুল ইসলামের না-বালিকা মেয়ে শরিফা খাতুনকে (১৩) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে মহি উদ্দিনের সাথে ৫দিন আগে গোপনে বাল্যবিয়ে দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধূরী রওশন এরশাদ খবর পেয়ে সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে মেয়ের পিতা শরিফুল ইসলামকে বেগমপুর তার নিজ বাড় থেকে আটক করে থানায় নেয়। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের পিতা শরিফুল ইসলামকে ১৫ দিনের এবং বর মহি উদ্দিনকে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌদুরী রওশন এরশাদ জানায়, বাল্য বিয়ে নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে।