বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফেরার আহ্বান জানালো আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারা দেশেই আওয়ামী লীগ গতকাল ৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে কর্মসূচি পালন করে। চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ থেকে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি গণতন্ত্রের জন্য মানুষ হত্যা না করে সুস্থ রাজনীতির পথে ফিরে আসার জন্য বিএনপিকে আহ্বান জানান। বিএনপিকে উদ্দেশ্য করে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, গত বছর ৫ জানুয়ারির পর আন্দোলনের নামে যে সহিংসতা-নাশকতার তাণ্ডব সৃষ্টি করেছিলেন, এদেশের মানুষ তা কখনো ভুলে যাবে না।
তিনি বলেন, ‘নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠু হবে। সেই নির্বাচনে প্রাণহানির প্রয়োজন হবে না। জননেত্রী শেখ হাসিনা সেই গণতন্ত্রে বিশ্বাস করেন।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া ৬৪ জন মানুষকে পুড়িয়ে মেরেছেন। কিন্তু কিসের জন্য করেছেন? গণতন্ত্রের জন্য মানুষ মারতে হয় না। গণতন্ত্রের জন্য গাড়ি পোড়াতে হয় না।’
৫ই জানুয়ারি গণতন্ত্র বিজয় দিবসের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জনসভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেল আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশ ও জাতির শত্রু। তারা গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়্যন্ত্র চলতে দেয়া যায় না। এখনই উৎকৃষ্ট সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র প্রতিহত করার। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করে, গাড়ি পুড়িয়ে, আগুন সন্ত্রাস করে ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে পারেনি।
শুরুতে কোরআন তেলোয়াত করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ উদ জামান লিটু বিশ্বাস। বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামশুজোহা পিপি, আওয়ামী লীগ নেতা ফেরদৌস ওয়ারা সুন্নাহ, শওকত আলী, বিশ্বাস, সাবেক পিপি অ্যাড. আলমগীর হোসেন, অ্যাড. বেলাল হোসেন, শ্রমিক লীগের সভাপতি আবজালুল হক, কৃষক লীগের সভাপতি আজিজুল হক, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, জেলা মহিলা লীগের নেত্রী কোহিনুর বেগম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, নঈম হাসান জোয়ার্দ্দার, রেজাউল করিম, আব্দুর রশিদ, আসমান, হাপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, যুগ্ম সম্পাদক শফিউদ্দীন টিটু, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, সদস্য খালিদ মাহমুদ, শিমুল লস্কর, শাকিল আহমেদ, রেদওয়ান রানা প্রমুখ। বেলা ৩টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হন।