গাংনী প্রতিনিধি: আজকের অঙ্গীকার বাল্যবিয়েকে না। আমরা আজ সকলে হাত তুলে শপথ নিলাম, বাল্যবিয়ে করবো না, বাল্যবিয়ে মানব না। বাল্যবিয়ে প্রতিরোধ করবো। আজ থেকে আমরা বাল্যবিয়ে বিরোধী গ্রুপ হিসেবে কাজ করব।
দুহাত তুলে বাল্যবিয়ে বিরোধী শপথ নিয়ে বাল্যবিয়ে বিরোধ অবস্থানের ঘোষণা দিলেন মেহেরপুর গাংনী উপজেলার হাড়িয়াদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের কন্ঠে সকলেই কন্ঠ মিলিয়ে বাল্যবিয়ে বিরোধী ওই শপথ গ্রহণ করেন।
গতকাল সিমা নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে মহিষাখোলা গ্রামে ছুটে যান গাংনী উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন। কিন্তু তার আগেই প্রশাসনের বাল্যবিয়ে বিরোধী চলমান অভিযানের বিষয়টি মাথায় রেখে বাল্যবিয়ে থেকে বিরত থাকে সিমার পরিবার। উপজেলা নির্বাহী অফিসার সিমার পরিবারের কাছ থেকে সব শুনে তার মাকে সাথে নিয়ে পৌঁছান তার বিদ্যালয়ে। সেখানে ছাত্রী ও শিক্ষকদের সাথে বাল্যবিয়ে নিয়ে মতবিনিময় বিনিময় করেন। বাল্যবিয়ের কুফল ও এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাকদের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অল্প বয়সে বিয়ে দেয়ার কারণে একজন মেয়ে তার স্বাভাবিক জীবন হারিয়ে ফেলে। শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। এতে সংসারে নেমে আসে অন্ধকার। তাই দেশের সার্বিক উন্নয়নে বাল্যবিয়ে মুক্ত করতে হবে।