সরকারের উন্নয়নের ধারাবাহিকতার ২য় বর্ষপূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস মেহেরপুরে পালিত

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে
মেহেরপুর অফিস: বর্ণাঢ্য ৱ্যালি ও সমাবেশের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতার ২য় বর্ষপূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস মেহেরপুরে পালিত হয়েছে। গণতন্ত্র দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, যুব ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্মআহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক গোলাম কিবরিয়া, উপপ্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, সদস্য শামীম আরা হীরা, বাগোয়ান ইউপি আওয়ামী লীগের সভাপতি আয়ূব হোসেন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম নান্নু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মস্টার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর, সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদক অ্যাড. রুতশোভা মণ্ডল প্রমুখ।
সভাপতির বক্তব্যে এমপি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে পাঠ্য বই পাচ্ছে। বিদ্যুত ও যোগাযোগ ক্ষেত্রে দেশ এগিয়ে চলছে। তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে ৫ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। আওয়ামী লীগ এ দিনটা প্রতিবছর পার করবে।
এর আগে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে ও নেচে গেয়ে খন্ড খন্ড আনন্দ ৱ্যালি নিয়ে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত হন।