দামুড়হুদার চাঁদপুরে কনকনে শীতের রাতে নদীতে এক ঘণ্টা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কুনিয়া চাঁদপুরে শীতের রাতে ভৈরবে ১শ টি ডুবসহ একঘণ্টা পানিতে থেকে দেড়শ গ্রাম ওজনের লাক্স সাবান গায়ে মেখে শেষ করতে পারলেই দেয়া হবে নগদ ৬শ টাকা। গ্রামের উঠতি বয়সী ৩ যুবক তারিক, জব্বার ও ছানোয়ারের এ প্রস্তাবে রাজি হয়ে কালবিলম্ব না করে কুনিয়া চাঁদপুর খালপাড়ার চা দোকানি রফিকুল (৩৫) নেমে পড়েন ভৈরব নদীতে। শর্তানুযায়ী ১শ টি ডুব দেয়ার পাশাপাশি পানিতে ১ ঘণ্টা থেকে দেড়শ গ্রাম ওজনের একটি লাক্স সাবান গায়ে মেখে শেষ করে জিতে নেয় নগদ ৬শ টাকা। বাজিতে জিতে উৎফুল্ল চা দোকানি রফিকুল পানি থেকে উঠে বলেছেন আর কেউ আছেন কি বাজি ধরবেন?। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে ওই প্রতিযোগিতা। এদিকে কনকনে শীতের রাতে পানিতে নেমে ১শ টি ডুব দেয়ার পাশাপাশি পানিতে ১ ঘণ্টা থাকার বাজির খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের শ শ নারী-পুরুষ ভৈরব নদীর ধারে দাড়িয়ে উপভোগ করেন ওই দৃশ্য। বিষয়টি পাগলের পাগলামি বলেও অনেকেই মন্তব্য করেন।