ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন : আসামিরা ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে

ঘটনাস্থল থেকে ফিরে গিয়াসউদ্দীন সেতু: ঝিনাইদহ জেলা সদরের সাগ্নান্না ইউনিয়নের রাধানগর গ্রামে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। গত সোমবার বিকেলে দু ভাইয়ের বাগবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় লাঠালাঠি। গুরুতর আহত হন নাসির উদ্দীন বিশ্বাস। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ জেনারেল হাসপতালে পরে নেয়া হয় ঢাকায়। পরশু মধ্যরাতে মারা যান নাসির উদ্দীন বিশ্বাস।
গ্রামবাসী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছে, রাধানগরের মৃত জালাল উদ্দীন বিশ্বাসের ৮ ছেলের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার বিকেলে সংঘর্ষ হয় ৫ ভাইয়ের মধ্যে। এতে ভাই নাসির উদ্দীন বিশ্বাস মারাত্মকভাবে আহত হন। প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
নাসির উদ্দীনের স্ত্রী সেলিনা খাতুন জানান, তার স্বামীকে তার বড় ভাসুর আব্দুর রশিদ, ভাসুরের ছেলো হাছান এবং লুৎফারসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দা, হেঁসো ও রড শাবল দিয়ে প্রকাশ্যে নাসির উদ্দীন বিশ্বাসকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ঠেকাতে গেলে তাকেও ইট দিয়ে আঘাত করে হামলাকারীরা। আঘাতে সেলিনা খাতুন রক্তাক্ত জখম হন বলে দাবি করেন। এদিকে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদিউর রহমান জানান নাসির উদ্দীনের সাথে ভাই ও ভাইপোদের মধ্যে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এরই মধ্যে নিহত নাসির তার ফুফুর অংশের জমি কিনে নিলে অন্য ভাইয়েরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। গত সোমবার বিকেলে কথা কাটাকাটির পর হামলার ঘটনা ঘটে। আসামিদের ধরতে ইতোমধ্যেই পুলিশি অভিযান শুরু হয়েছে।