চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার: চুয়ডাঙ্গা, কুষ্টিয়া, শ্রীমঙ্গল, রাজশাহী ও নওগাঁ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে শীতে দুস্থদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন সংগঠন, সংস্থার তরফে শীত বস্ত্র বিতরণ করার খবর পাওয়া গেছে।
আবহওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে অধিদফতর। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত বিকেল ৫টা ২৫ মিনিটে এবং বুধবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ৪৩ মিনিটে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্ত সারে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ওরা বন্ধু সংঘের পক্ষ থেকে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কাজল বিদ্যানিকেতনে এলাকার প্রায় শতাধিক দুস্থ নারী-পুরুষ ও এতিমদের মাঝে ওই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ওরা বন্ধু সংঘের সভাপতি তানজির আহম্মেদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরা বন্ধু সংঘের উপদেষ্টা হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সজিব হাসান, শিক্ষক মনিরুজ্জামান, আশরাফ আলী, মিরাজ, শাহীন, কাওছার, এসএম মিরাজুল হাসান, খলিলুর রহমান, মাহফুজুর রহমান, সবুজ, মালুফ, রুবেল, আলাউদ্দীন, জামিরুল, মনিরুল, শহিদুল, আমেদ, জুবায়ের প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন রাব্বি টেলিকমের স্বত্বাধিকারী আসলাম মিয়া।
কনিকা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় দামুড়হুদার লোকনাথপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষিবিদ এসএম শামসুল আনোয়ারের সভাপতিত্বে অতিথিবৃন্দ ৭০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মহিদুল হক সেন্টু, মনিরুল ইসলাম, শাহজাহান আলী, ওবাইদুর রহমান প্রমুখ।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দরিদ্র কল্যাণ ফান্ডের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম বালিকা মাদরাসা প্রাঙ্গণে দরিদ্র কল্যাণ ফান্ডের সভাপতি আবু হানিফা’র সভাপতিত্বে- এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নায়েব আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন, আব্দুল গফুর, শামসুল আলম, আব্দুল মমিন, হেলাল উদ্দিন, আবু সাইদ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, আশা মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের কাছে ২৬৯টি কম্বল হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল হাসান দরিদ্রদের জন্য ওই কম্বল গ্রহণ করেন।
আশা মেহেরপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার (সিডিএম) খন্দকার আলাউদ্দীন ২৬৯টি কম্বল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল হাসানের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি মো. রশিদ হাসান খান আলো, আশার সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক হোসেন, বিএম কুমার বিশ্বজিত দেব, সদর উপজেলা ম্যানেজার আতিয়ার রহমান, রেজাউল করিম প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গাংনী ফ্রেন্ডস ফাউন্ডেশন ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুর রহমান মুক্তি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, সদস্য আসাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আল হেলাল, ফেরদৌস আহম্মেদ, রফিকুল ইসলাম প্রমুখ।