গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূতিতে কেক কেটে উৎসব পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের উদ্যোগে তার নিজ বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটেন এমপি। কেক কেকে তা নেতাকর্মীদের মুখে তুলে দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধনের তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় মকুবল হোসেন এমপি বলেন, বর্তমান সরকার পদ্ম সেতু নির্মানের মত একটি যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চলেছে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও বিদুত খাত ও ডিজিটাল বাংলাদেশ প্রকল্পসহ সরকারের নেয়া নানামুখি উন্নয়ন বাস্তবায়নের বিষয়ে আরো সক্রিয় হয়ে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানান তিনি। ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষা ও দেশের উন্নয়নে এক যুগান্তকারী ধারা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। উপস্তিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, বিদায়ী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুর জাহান বেগম, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক আয়ুব আলী, জেলা আ. লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, আওয়ামী লীগ নেতা হাজি মহাসিন আলী, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হবিবুর রহমান হবি, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান সিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ইমরান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রতন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল প্রমুখ।