ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে নৈশ প্রহরীদের ওপর দূর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের ইন্দারা চত্বরে প্রতিবাদসভায় কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মরুফ শাহ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আ. সালাম বিশ্বাস, হাজি ফজলুল হক, মখলেছুর রহমান রিপন, অরণ্য আতিক, আলী আহম্মদসহ অনেকেই। বক্তরা পুলিশের কঠোর সমালোচনা করে বলেন আগামী ৭ দিনের মধ্যে দূস্কৃতিকারীদের গ্রেফতার করা না হলে আমরা ব্যবসায়ীদের নিয়ে কঠোর আন্দোলন যেতে বাধ্য হবো। উল্লেখিত গত রোববার দিনগত রাতে কার্পাসডাঙ্গা বাজারের ৪ নৈশপ্রহরী আজাবুল, আজিজ, হানেফ ও ফকুর ওপর অতর্কিত হামলা হয়। এতে নৈশপ্রহরী আজাবুল গুরুত্বর জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন।