মেহেরপুরের ভ্রাম্যমাণ আদালতে এক জনের কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান ওই দণ্ডাদেশ দেন।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মান্নাত (৩৫) প্রায় মাদক সেবন করে বাড়ি ফিরে মাকে নির্যাতন করে। মায়ের অভিযোগ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এএসআই উত্তম কুমার এদিন সকাল সাড়ে ৯টায় মাদক সেবনরত অবস্থায় বামনপাড়া থেকে তাকে আটক করেন।