মহেশপুরে মাদক সিন্ডিকেটের হোতা মোংলা গ্রেফতার

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাদক সিন্ডিকেটের হোতা মোংলা অবশেষে পুলিশের খাঁচায় বন্ধি।
জানা গেছে, উপজেলার ঝিটকীপোতা গ্রামের মৃত হানিফ শেখের পুত্র ইয়াছিন ওরফে মোংলা মণ্ডলকে (৪৫) মহেশপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, মোংলা দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।