মহেশপুরে ফুটপাথ দখল করে রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর শহরে ফুটপাথ দখল করে রাখায় ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন এরশাদের নেতৃত্বে শহরের ভেতরে অবৈধভাবে ফুটপাথ দখল করে রাখায় খলিলুর রহমানের ছেলে দবির হোসেনকে ৫শ টাকা, হাজি আব্দুল্লার ছেলে মোবারককে ২ হাজার টাকা, ইমান উদ্দীনের ছেলে আব্বাস উদ্দীনকে ১ হাজার টাকা, মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী ফিরোজা বেগমকে ১ হাজার টাকা ও আবু বক্করের ছেলে তুহিন হোসেনকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মনির হোসেন জানান, মহেশপুর শহরে ট বাজারের রাস্তায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়েছে।