মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কমিটি গঠন গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা পর্যটন মোটেল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ। প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অপু। বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মালিকুর রহমান টিটন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ওয়ার্ড আ.লীগ সভাপতি আ. সালাম। অনুষ্ঠানে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে মতিউর রহমান মতিনকে সভাপতি ও এসএম ইমাদুল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।