দামুড়হুদায় অ্যাগ্রো সিস্টেমের এসআর আবু সাইদকে মারপিট

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় অ্যাগ্রো সিস্টেম লিমিটেডের এসআর আবু সাইদকে (২৮) মারপিট করে তার কাছে থাকা কোম্পানির কালেকশনের ১৬ হাজার ৭শ টাকা ছিনতাই করে নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আবু সাইদ দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার জয়রামপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর কুঠিরপাড়ার মৃত বরকত মণ্ডলের ছেলে অ্যাগ্রো সিস্টেম লিমিটেডের এসআর আবু সাইদ গতকাল বিকেলে দামুড়হুদা এলাকা থেকে কোম্পানির টাকা কালেকশন শেষে নিজ বাড়ি জয়রামপুরে ফিরছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে জয়রামপুর চৌধুরীপাড়ায় পৌছুলে প্রতিবেশী বরকতের ছেলে আবু বকর (৩৫) তার গতিরোধ করে আচমকা মারপিট শুরু করে এবং তার কাছে থাকা কোম্পানির কালেকশন করা ১৬ হাজার ৭শ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগকারী আবু সাইদ আরো বলেন, প্রতিবেশী আবু বকরদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতা রয়েছে। এ ঘটনায় আবু সাইদ বাদী হয়ে গতকাল সন্ধায় ছিনতাইকারী আবু বকরের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছেন।