চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাড়ির নূর জামালের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের মাছেরদাড়ি গ্রামের নূর জামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় একদল যুবক এ ঘটনা ঘটায়।
চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের মাছেরদাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে নূর জামাল অভিযোগ করে বলেন সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক জোয়ার্দ্দার আকস্মিক আমার বাড়ি এসে তার লোকজন নিয়ে বাড়িঘর, টিভি, মোটরসাইকেল, ফার্নিচার ভাঙচুর করে টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায়। একই সাথে আমার পিতা আলী হোসেন, মা নূর জাহান ও স্ত্রী রুপা খাতুনকে মারধর করে।
ঘটনার পর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই সাইদুর ও জাহের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা মোমিনপুর ইউপি চেয়ারম্যান ফারুক জোয়ার্দ্দার জানান সন্ধ্যায় আমার বাড়ির সামনে মোটরাইকেলযোগে ১০/১২ জনের একদল যুবক বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও অকথ্য ভাষায় গালিগালাজ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে ধারণা করা হচ্ছে যারা আমার বাড়িতে হামলা চালিয়েছে তারাই নূর জামালের বাড়িতেও হামলা চালিয়েছে।