স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চার পৌরসভায় মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৮১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মেয়র পদে ৫, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২২ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। চুয়াডাঙ্গা, দর্শনা, আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভায় ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে ৩ প্রার্থীর জামানত বাতিল হয়েছে আলমডাঙ্গায়। এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভায় সবচেয়ে বেশি প্রার্থীর জামানত বাতিল হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ১, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ ও কাউন্সিলর পদে ২৯ জনের জামানত বাতিল হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন, মেয়র পদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী তুষার ইমরান। সংরক্ষিত ১নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে নুরুন্নাহার কাকলী, জবেদা বেগম, নাজমা আক্তার, শিল্পী আফরিন ও সোহানা সুলতানা। সংরক্ষিত ২নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে সুফিয়া খাতুন। সংরক্ষিত ৩নং মহিলা কাউন্সিলর পদে আন্না খাতুন, জাহানারা বেগম, মাজেদা মল্লিক, শাফিয়া খাতুন, শাহানা খাতুন, শাকিলা খাতুন ও সাজেদা খাতুন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আব্দুল আলিম বাবু, রমজান আলী চান্দু, শহিদুল ইসলাম ও সুজন। ২নং ওয়ার্ডে আজম আলী মিলন, আজিজুর রহমান মিন্টু, আতিয়ার রহমান, আবু সাইদ হোসেন, আবুল কালাম, সানোয়ার হোসেন ও হাফিজুর রহমান। ৩নং ওয়ার্ডে কাজী শাহান আলী, আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম, মাসুদ রানা ও শামসেদ আলী শামা। ৫নং ওয়ার্ডে নাসির আহাদ জোয়ার্দ্দার, জানিফ হাসান ও রিপন মল্লিক। ৬নং ওয়ার্ডে আশাদুল জোয়ার্দ্দার ও হাবলুর রহমান। ৭নং ওয়ার্ডে আশাবুল হক, কামাল উদ্দিন, জিয়াউর রহমান জিয়া ও মজনুল হক। ৮নং ওয়ার্ডে রশিদুল ইসলাম। ৯নং ওয়ার্ডে আতিয়ার রহমান, ইয়াছিন হাসান কাকন ও মাহাবুব আশিক।
আলমডাঙ্গায় মেয়র পদে ৩, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ ও কাউন্সিলর পদে ১৪ জনের জামানত বাতিল হয়েছে। এরা হলেন, মেয়র পদে রোকসানা পারভীন, শামিম আল মামুন প্রিন্স ও সাদেকুর রহমান। সংরক্ষিত ১নং মহিলা কাউন্সিলর পদে শাহানা পারভীন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে খন্দকার শাহ আলম মন্টু, মাগরিবুর রহমান ও সোনা উল্লাহ, ২নং ওয়ার্ডে রাশেদুল ইসলাম ও হাফিজুর রহমান, ৩নং ওয়ার্ডে মকলেচুর রহমান ও প্রশান্ত আধিকারী, ৪নং ওয়ার্ডে ফয়জুল ইসলাম ও শাহিন রেজা, ৬নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের, ডালিম হোসেন ও নাজিম উদ্দিন মোল্লা, ৭নং ওয়ার্ডে পিয়ার মোহাম্মদ।
দামুড়হুদার দর্শনা পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ ও কাউন্সিলর পদে ৮ জনের জামানত বাতিল হয়েছে। এরা হলেন, সংরক্ষিত ১নং মহিলা কাউন্সিলর পদে খালেদা খানম, মনিরা পারভীন ও মর্জিনা খাতুন, সংরক্ষিত ২নং মহিলা কাউন্সিলর পদে শিউলী আক্তার, সংরক্ষিত ৩নং মহিলা কাউন্সিলর পদে ফাহিমা খাতুন, খুশি বেগম ও সখিনা খাতুন। কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে তানজিল মল্লিক, ৩নং ওয়ার্ডে শফিকুল ইসলাম সোহেল, ৪নং ওয়ার্ডে মমিনুল ইসলাম ও ফারুক আহম্মেদ তালুকদার, ৫নং ওয়ার্ডে আশরাফুল আলম, ৬নং ওয়ার্ডে লুৎফর রহমান, ৮নং ওয়ার্ডে গোলজার হোসেন ও ৯নং ওয়ার্ডে সেলিম মিয়া।
জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ ও কাউন্সিলর পদে ৩ জনের জামানত বাতিল হয়েছে। এরা হলেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান। সংরক্ষিত ৩নং মহিলা কাউন্সিলর পদে রাবেয়া খাতুন। কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে রফিকুল হাসান, ৫নং ওয়ার্ডে আমির আলী খাঁ ও ৬নং ওয়ার্ডে মিজানুর রহমান।
প্রসঙ্গত, নির্বাচন বিধি অনুসারে ভোটারদের ভোটাধিকারের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ২৫ হাজার, জীবননগর ও আলমডাঙ্গা পৌর সভায় ১৫ হাজার ও কাউন্সিলর প্রার্থীদের ৫ হাজার করে টাকা ফেরত পাবেন না।