গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে পুকুরে ডুবে সুফিয়া বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে গ্রামের একটি পুকুরে ডুবে যাওয়ার পর গতকাল সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
পরিবারের সদস্যরা জানিয়েছে সুফিয়া বেগম (৪৮) মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। রোববার দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। মেহেরপুর ফাঁয়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সেলিম রেজা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের খুলনা থেকে আসা দুজন ডুবুরি গতকাল সকালে ওই পুকুরে তল্লাশি করে। এক পর্যায়ে সুফিয়া বেগমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিয়া। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকালই সুফিয়া বেগমের লাশ দাফন সম্পন্ন করেছে পরিবার।