দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কৃতিসন্তান দামুড়হুদা বেগোপাড়ার মরহুম খাদেম হোসেন ও মিসেস জাহানারা হোসেনের ছেলে মেজর মো. জুলফিকার রিয়াদ পারভেজ মানিক রাষ্ট্রপতি সম্মাননা পদক লাভ করেছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বিএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার জন্য ড. মোহাম্মদ কুদরত-ই খোদা স্বর্ণ পদক এবং প্রশিক্ষণ চলাকালিন একাডেমিক বিষয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় এমএজি ওসমানি স্বর্ণ পদকে ভূষিত হন। তারই ফলশ্রুতিতে গত ১ জানুয়ারি ঝিনাইদহ ক্যাডেট কলেজে অনুষ্ঠিত দ্বাদশ এক্স ক্যাডেটদের পুনর্মিলন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী এক্স ক্যাডেট মেজর মো. জুলফিকার রিয়াদ পারভেজ মানিকের হাতে ওই পদক তুলে দেন। তিনি ২০১১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার্স বেসিককোর্স ও আর্টিলারি বেসিক কোর্সসহ একাডেমিক অন্যান্য মেন্ডেটারি আবাসিক সকল কোর্সেই প্রথম শ্রেণিতে প্রথমস্থান লাভ করেন। মেজর মানিক ২০০৫ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি এবং ২০০৭ সালে একই ক্যাডেট কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। তিনি ২০০৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেনেন্ট পদে যোগদান করেন। তিনি বর্তমানে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। মেজর মানিক দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলমের ভাগ্নে। উল্লেখ্য, মেজর মানিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মেজর পদে উন্নীত হয়েছেন।