৫ জুয়াড়ি আটক : টাকা উদ্ধার

???????????????????????????????

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম আলমডাঙ্গা বাজারের হলুদপট্টিতে অবস্থিত জুয়ার ডেরায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা হলুদপট্টির আনিস ডাক্তারের পুরাতন বাড়িতে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে থানায় নেয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা শহরের হলুদপট্টিতে অবস্থিত আনিস ডাক্তারের পুরাতন বাড়িতে জুয়ার আড্ডায় অভিযান পরিচালনা করেন। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছিলো। এ সময় জুয়ার আড্ডা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ১৫ হাজার ৮শ ৮০ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। এরা হলেন উপজেলার বক্সিপুরের- মনজের আলী ছেলে রুহুল (৪০), একই গ্রামের শাহাবদ্দিনের ছেলে সেলিম (৪০), গোবিন্দপুর গ্রামের মৃত নূর আলী মোল্লার ছেলে রশিদ মোল্লা (৪৫), হাউসপুর গ্রামের মৃত মনজিল আলীর ছেলে ইয়ামিন (৩৮), আলমডাঙ্গা ক্যানেলপাড়া মৃত মাদার মণ্ডলের ছেলে ডাবলু। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমীর আব্বাসের নেতৃত্বে এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পরে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় থানায় নেয়। এদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। আজ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment