হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেলেন দু জামায়াত নেতা আব্দুল কাদের ও শরীফুল আলম মিল্টন

হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেলেন দু জামায়াত নেতা আব্দুল কাদের ও শরীফুল আলম মিল্টন
দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমীর আব্দুল কাদের ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান দামুড়হুদা ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক শরীফুল আলম মিল্টন চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। হাইকোটের আদেশে ওই দু জামায়াত নেতা গতকাল রোববার থেকে পুনরায় স্বপদে বহাল হয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদুর রহমান জানান, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের ক্ষেত্রে জেলা প্রশাসক চুয়াডাঙ্গার স্মারক নং: ০৫.৪৪.১৮০০.১০৬.৯৭.০০৬.১৪.৪৫৮ তারিখ ২৭/১১/২০১৫ এবং হাইকোর্টের রীট পিটিশন মামলা নং-১৩২৩৮/২০১৫ এর গত ১৪ ডিসেম্বর তারিখের আদেশ এবং দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরের ক্ষেত্রে জেলা প্রশাসক চুয়াডাঙ্গার স্মারক নং: ০৫.৪৪.১৮০০.১০৬.৯৭.০০৬.১৪.৪৫৯ তারিখ ২৭/১১/২০১৫ এবং হাইকোর্টের রীট পিটিশন মামলা নং-১৩২৩৯/২০১৫এর গত ১৪ ডিসেম্বর তারিখের চিঠিতে তাদের উভয়কেই সাময়িক বরখাস্তের বিষয়ে যে আদেশ ছিলো তা ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে মর্মে পত্র প্রেরণ করা হয়েছে। সে আদেশ মোতাবেক গতকাল রোববার থেকে তাদের পুনরায় স্বপদে বহালের জন্য আলাদা আলাদা পত্র মারফত উভয়কেই জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকার বিরোধী নাশকতা কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ২০১৪ সালের ১৮ মে ওই দু জামায়াত নেতার নামে রাষ্ট্রদ্রহতীর মামলা হয়। ওই মামলার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহম্মেদ স্বাক্ষরিত গত ৯/১১/২০১৫ ইং তারিখের চিঠিতে তাদের উভয়কেই সাময়িকভাবে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্তের আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে গত ১৪/১১/২০১৫ ইং তারিখ থেকে তাদের উভয়কেই চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন তাদের উপর অর্পিত আদেশ প্রত্যাহারের জন্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। হাইকোটের বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামানের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ ওই দু জামায়াত নেতার উপর থেকে সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। ওই আদেশের কপি রোববার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার পত্র মারফত তাদের উভয়কেই স্বপদে বহালের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন এ নিয়ে ৩য় বার চেয়ারম্যান পদ ফিরে পেলেন।