মেহেরপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি সমিতির সভাপতি হেকমতুল্লাহর ইন্তেকাল

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা হাজি সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক হাজি হেকমতুল্লাহ (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গত শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তিনি কুষ্টিয়া হার্ট সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ছেলে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল গনি জানান, শনিবার বিকেলে তার পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মেহেরপুর জেলারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া হার্ট সেন্টারে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বেলা ২টায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ, মেহেরপুর পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপদেষ্টা আলহাজ আসকার, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।
হাজি হেকমতুল্লাহ ১৯৬৪ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ১৯৯১ সালের ১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। তিনি মেহেরপুর জেলা হাজি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি জেলা মার্কাসের সাথী সদস্য ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, হাজি সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

Leave a comment