স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। চুয়াডাঙ্গার ৮৪, ঝিনাইদহে ২১৬ ও মেহেরপুরের ৭৩ জন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষক হিসেবে নিয়োগ দিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে ১৩ হাজার ৯৭৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের তালিকা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিস বোর্ডে পাওয়া যাবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে নির্বাচিতদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার পরীক্ষার দিন সকালে ডিজিটালি প্রশ্ন ছাপিয়ে ধাপে ধাপে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের চূড়ান্ত ফলাফল
চুয়াডাঙ্গা:
১০৩২৬, ১০৩২৮, ১০৩৫৪, ১০৪১২, ১০৪২২, ১০৬৩১, ১০৭৪৬, ১০৮৩৩, ১০৮৫৬, ১০৮৫৯, ১০৯০৩, ১০৯৫০, ১১০২৪, ১১০৮৭, ১১২৭০, ১১২৭২, ১১৩৪৪, ১১৯৪৭, ১২০০৩, ১২০০৬, ১২০২১, ১২২৪৮, ১২৬০৪, ১২৬৫১, ১২৭৪১, ১২৮৫৫, ১২৯৩০, ১৩০৬২, ১৩১২৭, ১৩১৬৩, ১৩২৯৬, ১৩৩২৩, ১৩৩৩১, ১৩৪৩৩, ১৩৪৭৪, ১৩৫৩০, ১৩৫৬৮, ১৩৫৯৭, ১৩৬৭০, ১৩৬৭৪, ১৩৬৮৫, ১৩৬৯৯, ১৩৭২৪, ১৩৭৮৩, ১৩৮৫১, ১৪০৪৫, ১৪২৮২, ১৪৩০৪, ১৪৩৪৬, ১৪৩৮১, ১৪৪৪৬, ১৪৫৫০, ১৪৫৮০, ১৪৭৮০, ১৪৭৯৪, ১৪৯৭৫, ১৪৯৯৩, ১৪৯৯৯, ১৫৩৪৫, ১৫৪৪২, ১৫৬৩৪, ১৫৭৮৮, ১৫৮৯১, ১৬০৮৪, ১৬৩২৭, ১৬৪৮৯, ১৬৬২২, ১৬৭২১, ১৬৭৪২, ১৬৮৩৩, ১৬৮৪৩, ১৬৮৯৪, ১৬৯০৯, ১৬৯৭৬, ১৭০৪৫, ১৭০৬৩, ১৭০৯০, ১৭২৮৭, ১৭২৯৩, ১৭৩৮৫, ১৭৩৯৮, ১৭৫৯৯, ১৮০৮৬, ১৮১০৪ = ৮৪ জন
মেহেরপুর:
১০০১০, ১০০৪১, ১০১১১, ১০৩৮৩, ১০৪৯২, ১০৪৯৫, ১০৬৫৮, ১০৭৯৭, ১০৮১৭, ১০৯৭৬, ১১০২২, ১১০২৬, ১১১২৪, ১১১৭১, ১১২১১, ১১২৫৭, ১১৫২৩, ১১৫৪৪, ১১৬০৩, ১১৬২৫, ১১৬৩৩, ১১৬৪৪, ১১৬৫৪, ১১৭৪৭, ১১৭৫৭, ১১৭৬০, ১১৮২৩, ১১৯১০, ১১৯২১, ১২০৯৯, ১২১৩৯, ১২১৬৩, ১২২১৯, ১২২২৩, ১২২৮৫, ১২৪০১, ১২৫৩৯, ১২৫৭৪, ১২৭১৯, ১২৮৩০, ১২৮৯৬, ১২৯১৭, ১২৯৩৪, ১৩০৪৭, ১৩১৮৬, ১৩২৪২, ১৩৩৮৩, ১৩৪১৮, ১৩৪৬০, ১৩৪৭৭, ১৩৫৩০, ১৩৬১৩, ১৩৬৪৩, ১৩৬৪৭, ১৩৬৮৩, ১৩৮৪১, ১৩৯১৮, ১৩৯১৯, ১৩৯৪২, ১৩৯৯৫, ১৪০৫৭, ১৪১১০, ১৪১৩৭, ১৪১৭৮, ১৪২০১, ১৪২১২, ১৪২৮২, ১৪২৯৯, ১৪৪০৮, ১৪৫৩১, ১৪৫৭৬, ১৪৬৪৯, ১৪৯৫৫ = ৭৩ জন।
ঝিনাইদহ জেলা:
১০৩৮০, ১০৪৮৯, ১০৫০৮, ১০৫১০, ১০৫৪০, ১০৫৫৬, ১০৭৮৭, ১০৮১৬, ১০৮৩৫, ১০৯৭৪, ১০৯৯৭, ১১০৭১, ১১১০২, ১১২৭৯, ১১২৯৭, ১১৩০৯, ১১৪১৮, ১১৪১৯, ১১৪৩৬, ১১৬৩২, ১১৭৬৭, ১১৭৭৯, ১১৮৮০, ১১৮৯৪, ১১৯৮৩, ১২০৩৪, ১২০৪৬, ১২০৯৬, ১২২১৮, ১২২৮৩, ১২৩৫৩, ১২৩৫৬, ১২৪৬২, ১২৫১১, ১২৫১২, ১২৫৩২, ১২৫৬৪, ১২৬২৭, ১২৬৮৭, ১২৮০৮, ১২৮২২, ১২৮২৮, ১২৯৬০, ১৩১৪৭, ১৩২৬০, ১৩৩৫৯, ১৩৩৬৬, ১৩৪১০, ১৩৪৬৬, ১৩৫৬৮, ১৪১৫৫, ১৪২৯২, ১৪৩৪৬, ১৪৩৮৩, ১৪৩৮৫, ১৪৫৩৯, ১৪৫৫৮, ১৪৬২৮, ১৪৬৭০, ১৪৭৯৮, ১৪৯৭১, ১৪৯৮৩, ১৫০১৫, ১৫০৭৭, ১৫১০০, ১৫২৬৫, ১৫২৭১, ১৫২৮৩, ১৫৩৬২, ১৫৪১৭, ১৫৫৭৪, ১৫৬৬০, ১৫৮০২, ১৫৮৪৭, ১৫৮৮৭, ১৫৮৯৪, ১৫৯০৭, ১৫৯৩৪, ১৫৯৮৮, ১৬০৫২, ১৬০৫৪, ১৬১০৬, ১৬৩১৬, ১৬৫৯৪, ১৬৬৪১, ১৬৭৩৪, ১৬৭৫২, ১৬৮৭৪, ১৬৯০২, ১৬৯২৯, ১৭০৭৯, ১৭১৯২, ১৭৩৩৫, ১৭৪৪৪, ১৭৪৫০, ১৭৫১৬, ১৭৫৭৩, ১৭৬৬৪, ১৭৮ ৯৫, ১৭৯১২, ১৭৯৩৪, ১৮০৪৮, ১৮২১৯, ১৮২২৯, ১৮৫০৬,
১৮৫০৮, ১৮৫৫৩, ১৮৫৯৩, ১৮৬১৬, ১৮৭১৫, ১৮৭৯৩, ১৮৮০৩, ১৮৯২০, ১৮৯ ২৮, ১৯০৩৬, ১৯১৭২, ১৯১৭৬, ১৯২৬২, ১৯৩৬৫, ১৯৫০৯, ১৯৫১০, ১৯৫১৫, ১৯৫২২, ১৯৬৬২, ১৯৭২৮, ১৯৮৭৭, ১৯৯৬৬, ২০০২১, ২০০৩৪, ২০২৭৬, ২০২৮০, ২০৩৩৪, ২০৩৩৫, ২০৩৪৪, ২০৩৭৭, ২০৪৬২, ২০৪৮৭, ২০৬৬৬, ২০৭১৬, ২০৭৩৭, ২১১৪৫, ২১১৯৩, ২১৩৪৭, ২১৩৮৩, ২১৪৮০, ২১৫১৫, ২১৫২৪, ২১৬০০, ২১৭০৫, ২১৭৬৮, ২১৭৭০, ২১৮৯৫, ২১৯১৯, ২২০৪২, ২২১২৮, ২২২৯৮, ২২৩৫২, ২২৬৪৬, ২২৭৫২, ২২৮২০, ২২৮৪১, ২২৯৪৬, ২২৯৬৮, ২৩০৫১, ২৩৩১৪, ২৩৩৩৫, ২৩৪০২, ২৩৪৮৬, ২৩৫১৬, ২৩৫৬১, ২৩৬৭৭, ২৩৬৯৬, ২৩৭৩০, ২৩৭৫৭, ২৩৮২৮, ২৩৮৩৯, ২৩৯০৯, ২৩৯২২, ২৩৯৩৮, ২৩৯৪৭, ২৩৯৮৭, ২৪০১১, ২৪০৪৬, ২৪০৭৬, ২৪১০১, ২৪১৩১, ২৪২৫৪, ২৪২৯৫, ২৪৩৯৭, ২৪৪০৯, ২৪৪৫৭, ২৪৮৫৯, ২৪৮৭৬, ২৪৯৬৬, ২৫০২৮, ২৫০৩৪, ২৫১৫০, ২৫১৬০, ২৫১৮৪, ২৫২১৪, ২৫২৬৩, ২৫২৯০, ২৫৩৩৩, ২৫৩৩৪, ২৫৩৪৮, ২৫৪৬২, ২৫৫০৭, ২৫৬২০, ২৫৬৭৯, ২৫৬৮৬, ২৫৭২৪, ২৫৭৫৮, ২৫৮১০, ২৫৮৩৪, ২৫৮৪৫, ২৫৯১২ = ২১৬ জন।