দামুড়হুদায় জাতীয় কৃষক সমিতির আলোচনা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন কৃষক সমিতির অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক সমিতি দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি ডা. মাসুম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম শেখ। উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সহসভাপতি মঈন উদ্দীন, নবীছদ্দীন, সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী, যুগ্মসম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক আবুল কাশেম, সদস্য ভেদুল, সামাদ, মহিউদ্দিন বগাসহ প্রমুখ। সভায় আগামী ১০ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

Leave a comment