জীবননগরে বিজয়ী পৌর মেয়র জাহাঙ্গীর আলমের পাল্টা সংবাদ সম্মেলন

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র জাহাঙ্গীর আলম পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী নাসির উদ্দিনের সংবাদ সম্মেলনের জবাবে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় তিনি তার নির্বাচনী কার্যালয়ে পাল্টা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তার বিরুদ্ধে আনা নাসির উদ্দিনের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনি বলেছেন আমার ও শাহজাহান কবীরের লোকজন নৌকা প্রতীকের পক্ষে কাজ করা আওয়ামী লীগ কর্মীদের মারধর করাসহ বাড়িতে পেট্রোল দিয়ে আগুন দেয়ার যে অভিযোগ এনেছেন তা মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো নাটক। রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই। অথচ আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে অফিস পুড়িয়ে দেয়ার ঘটনা রহস্যজনক। বরং নৌকা প্রতীকের লোকজন নির্বাচনী মাঠে আমার কর্মীদের নানাভাবে হুমকি-ধামকি দেয়াসহ হয়রানি করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগও করা হয়। তিনি বলেন নির্বাচনে আমার বিজয় ও পৌরবাসীর জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী নাসির উদ্দিন গত ১ জানুয়ারি সাংবাদ সম্মেলন করে যে অভিযোগ এনেছেন তা অপপ্রচার ছাড়া আর কিছু না। সবশেষে তিনি জীবননগর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেণ।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, উথলী ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান সুরুদ্দিন ও আনোয়ার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment