জিম্বাবুয়ে সিরিজের দলে থাকছেন নুরুল-আবু হায়দার

স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু ম্যাচের দলে থাকছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও বাঁহাতি পেসার আবু হায়দার রনি। এখনও কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা অলরাউন্ডার শুভাগত হোমও থাকছেন দলে। তবে জায়গা হারাতে যাচ্ছেন নাসির হোসেন ও লিটন কুমার দাস। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের স্কোয়াড রোববারই বিসিবিতে জমা দিয়েছেন নির্বাচকেরা। নিয়মানুযায়ী এখন সেটি বিসিবি প্রধানের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়। সেই আনুষ্ঠানিকতা সারা হলেই ঘোষণা করা হবে দল। তবে বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন, দলে আসছেন নুরুল হাসান ও আবু হায়দার। বিপিএলে নজর কাড়া পারফরম্যান্সের পরে আবু হায়দারের দলে আসা অনেকটা নিশ্চিতই ছিলো। চমক বলতে হবে নুরুলের দলে আসা। মূলত ৭ নম্বরে ব্যাটিঙের জন্যই ভাবা হচ্ছে নুরুল হাসানকে। এ পজিশনে টি-টোয়েন্টির চাহিদা মেটানোর মতো একজন ব্যাটসম্যান দীর্ঘদিন ধরেই খুঁজে আসছে বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে টিম ম্যানেজমেন্ট এ জায়গাটায় আপাতত ভাবছে নুরুলকেই। বিস্ফোরক ব্যাটসম্যান না হলেও নুরুলের পরিচিতি আছে ‘স্মার্ট’ ব্যাটসম্যান হিসেবে। উইকেটে গিয়েই শট খেলতে পারেন, উদ্বোধনী শট খেলায়ও জুড়ি নেই, সিঙ্গেল চুরি করতে পারেন দারুণ। বাড়তি পাওনা হিসেবে কিপিং তো আছেই। টেকনিক্যালি দেশের সেরা উইকেটকিপার মনে করা হয় নুরুলকে। জিম্বাবুয়ে সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি। তবে সবকিছু মোটামুটি চূড়ান্তই। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে আগামী ১১ জানুয়ারি বাংলাদেশে আসার কথা এল্টন চিগুম্বুরার দলের। ১৪, ১৬, ১৮ ও ২১ জানুয়ারি হওয়ার কথা টি-টোয়েন্টি ম্যাচ চারটি। সব ম্যাচই হবে সিলেটে।
সিরিজের প্রস্তুতির জন্য ৮ জানুয়ারিই দল নিয়ে সিলেট চলে যাওয়ার ইচ্ছে কোচ চন্দিকা হাথুরুসিংহের।