চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ করেছে বিজিবি

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ করেছে বিজিবি। সোমবার ভোরে জেলার জীবননগর উপজেলার হাসাদহ পাকা রাস্তার উপরে থেকে একটি ট্রাক (কাভার্ড ভ্যান) ভর্তি এসব ভারতীয় পন্য জব্দ করা হয়।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিয়নের পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে ভোর ৫ টার দিকে তিনি এবং ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর আনোয়ার জাহিদের তত্বাবধানে জীবননগর বিশেষ ক্যাম্পের জওয়ানরা অভিযান চালিয়ে জীবননগর-কালিগঞ্জ সড়কের হাসাদহ নামক জায়গা থেকে একটি ট্রাক আটক করে। পরে ট্রাকটি তল্লশি করে ২৪’শ৫০ পিস ভারতীয় দামি শাড়ি, ৪’শ ৫০ টি থ্রি পিস, ১’শ ১৭ টি শাল চাদর, ১ হাজার মিটার থান কাপড় জব্দ করা হয়। এ গুলোর দাম ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৫১ হাজার টাকা। জব্দ করা এসব মালামাল দর্শনা কাস্টমসে জমা দেয়া হবে।

Leave a comment