চুয়াডাঙ্গায় আনসার ভিডিপির ২১ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আনসার ভিডিপির ২১ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা আনসার ভিডিপির প্রধান কার্যালয় আলুকদিয়ায় গত শনিবার এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। দুই শতাধিক প্রার্থীর মধ্যে থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চার উপজেলার ৩৮ জনকে বাছাই শেষে অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ দেয় হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা এফএম বদর উজ-জামান, সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার কবির আজাদ হোসাইন, জীবননগর উপজেলা আনসার ভিডিপি অফিসার জহুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষক আশরাফুল ইসলাম ও দামুড়হুদা উপজেলা প্রশিক্ষক রওশন আরা খাতুন বাছাইপর্বে উপস্থিত ছিলেন। জেলা কমান্ডেন্ট প্রশিক্ষণার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কবির আজাদ হোসাইন প্রশিক্ষণের বিভিন্ন দিক আলোকপাত করেন। এই প্রশিক্ষণে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত অস্ত্রসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস সহকারী বকুল আহম্মেদ।

Leave a comment