মাথাভাঙ্গা মনিটর: ডার্বি ম্যাচে উত্তেজনা থাকেই। খেলার বাইরেও মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়, একটু হাতাহাতি, ধাক্কাধাক্কি, কিংবা গ্যালারিতে দর্শকদের দুয়ো এগুলো নিয়মিত ব্যাপারই। কিন্তু উত্তেজনার বশে সীমা ছাড়ানো কোনো মতেই মেনে নেয়া যায় না। সেই সীমাই কাল ছাড়িয়ে গেছে এস্পানিওল সমর্থকেরা। বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার। এখনো স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিংবা লা লিগা কমিটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা দাবি করেছেন, ম্যাচের প্রথমার্ধে, মাঠের একটা নির্দিষ্ট কোণ থেকে, একজন দর্শক নেইমারকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল। স্প্যানিশ অনেক সাংবাদিকও কাল ম্যাচ চলার সময় টুইট করেছেন বিষয়টি। ম্যাচের প্রথমার্ধে নেইমার বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় স্বাগতিক সমর্থকেরা ব্রাজিল ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে বানরের মতো আওয়াজ করে। যেটি ফুটবলে খুবই ঘৃণ্য আচরণ বলেই গণ্য।
ঘৃণ্য বর্ণবাদী আচরণের শিকার নেইমার
