চিত্রনায়িকা দিতির কষ্ট আর সহ্য করতে পারছেন না মেয়ে লামিয়া। তাই তো মহান সৃষ্টিকর্তার কাছে মায়ের মৃত্যু উপহার চাইলেন তিনি।
সোমবার সন্ধ্যায় তার ফেসবুকে এ সংক্রান্ত একটি লেখা পোস্ট করেন লামিয়া।
সেখানে লামিয়া লেখেন, মা মারা যাচ্ছেন। আমাকে তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবেন না। মা সেরে উঠবেন এমন মিথ্যা সান্ত্বনা দিবেন না।
তার জন্য চিকিৎসকদের কিছুই করার নেই।
তিনি আরও লেখেন, ‘আমি তার সুস্থতার জন্য আর দোয়া করবো না। আপনারা যদি তার জন্য দোয়া করেন তাহলে আল্লাহর কাছে বলুন- তিনি যেন দ্রুত তাকে মৃত্যু উপহার দেন।’
লামিয়া বলেন, ‘যদি আল্লাহ তার প্রতি দয়ালু হন তাহলে আমার মার দুর্ভোগ লাঘব করবেন। আল্লাহ তুমি আমার মায়ের মৃত্যু দাও। তোমার ওপর তার বিশ্বাস রয়েছে। উনি আমাদেরকে চিনতে না পারলেও তোমাকে ঠিকই মনে করছেন। আল্লাহ তুমি সঠিক কাজটি করো।
আল্লাহ, মাকে তুমি মৃত্যু উপহার দাও
