জেএসসিতে শতভাগ পাস : এ প্লাস পেয়েছে ৯০ : এর মধ্যে গোল্ডেন এপ্লাস ৪৮
স্টাফ রিপোর্টার: জেএসসি পরীক্ষার ফলাফলে চুয়াডাঙ্গার রংধনু এবারও জিতেছে। প্রতিবারই নিজের সাথে নিজের প্রতিযোগিতায় জিতেই চলেছে সহায়ক শিক্ষাদান কেন্দ্র হিসেবে পরিচিত রংধনু। এ শিক্ষাদান কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ১৮৩ জনের সকলে উত্তীর্ণ তো হয়েছেই, প্রায় অর্ধেক শিক্ষার্থী তথা ৯০ জনই পেয়েছে জিপিএ-৫। এর মধ্যে গোল্ডেন এ প্লাস তথা সকল বিষয়ে এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ৪৮ জন। গত বছর এ শিক্ষাদান কেন্দ্রের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮৪ জন। এর মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছিলো ৪২ জন।
এবার জেএসসি পরীক্ষায় জিপিএ ও সকল বিষয়ে এ প্লাস পাওয়ার পাশাপাশি এ গ্রেড পেয়েছে ৮০ জন। এর মধ্যে ১ বিষয়ের জন্য এ প্লাস থেকে বঞ্চিত হয়েছে ১৫ জন। তা না হলে এ প্লাসের সংখ্যা ১শ ছাড়িয়ে যেতো। এ মাইনাস পেয়েছে ১২ জন। চুয়াডাঙ্গা কলেজ রোড কলেজপাড়াস্থ রংধনুর স্বপ্নপুরুষ আব্দুস সালাম (সালাম স্যার) তার শিক্ষাদান কেন্দ্রের ধারাবাহিক সাফল্যের বিষয়ে বলেছেন, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানের তাদের অবদান সবসময় স্বীকার করতেই হবে। সহায়ক শিক্ষাদান কেন্দ্র হিসেবে আমরা যেটা করি সেটা হলো, বিষয় ভিত্তিক দক্ষ শিক্ষক দিয়ে শিক্ষাদান এবং শিক্ষার্থীদের মনোনিবেশে আন্তরিক হওয়া। জেলার সরকারি দুটি বিদ্যালয়েরই শুধু নয়, দূর-দূরান্ত গ্রাম পর্যায়ের বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের কাছে আসে। এই ভালো আর দুর্বল শিক্ষাথীদের নিয়েই তাদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা গড়ে তুলে ভালো ফলাফল করার মতো দক্ষতা অর্জনে আমরা সবসময়ই আন্তরিক থাকি। জেএসসির জন্য প্রস্তুতিটা মূলত ৭ম শ্রেণি থেকেই আমরা শুরু করি।
যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে
যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে: চুয়াডাঙ্গা সদরের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মো. রবিউল ইসলাম ও মোছা. শিরিন আক্তারের মেয়ে সুমাইয়া ইসলাম মহুয়া, এতিমখানা রোডের মো. আনোয়ার হোসেন ও মোছা. হোসনে আরার ছেলে নাফিউল হাসান, পোস্ট অফিস পাড়ার এএইচএম সাহীদুর রশীদ ও মোছা. পারুল পারভীনের মেয়ে জান্নাতুল মাওয়া টুকটুকি, সাদেক আলী মল্লিকপাড়ার মো, উম্বাত আলী ও সোনিয়া সারমিনের মেয়ে ঈশিক তাসনি মিম, দৌলতদিয়াড়ের মো. শহর আলী ও মোছা, দিলরুবা ইয়াসমিনের ছেলে এস. এম সাদিক মাহমুদ ঈশান, কোর্টপাড়ার মো. আকবর আলী ও রুবিনা ইয়াসমিনের ছেলে আসিফ আরাফাত, থানা কাউন্সিলপাড়ার রেজাউল হক ও নাজমা খাতুনের মেয়ে রোজলীন হক নেহা, কলেজ পাড়ার কামরুল ফিরোজ ও জান্নাতুল ফেরদৌসের মেয়ে নাবিলা ফেরদৌস প্রাপ্তি, হিজলগাড়ী বাজার/ গুলশানপাড়ার মোশাররফ হোসেন ও পারভীনা আক্তারের মেয়ে মাহবুবা আক্তার লিজা, গুলশানপাড়ার শফিউর রহমান বিশ্বাস ও রোকেয়া পারভীনের মেয়ে রুহিয়া রহমান বিশ্বাস, মুক্তিপাড়ার মোস্তাফিজুর রহমান ও মেহেরুন নেছার মেয়ে মোবাশ্বিরা রহমান রাখি, কোটপাড়ার সিদ্দিকুর রহমান ও নার্গিস আক্তারের মেয়ে সানজানা সিদ্দিকা ঐশী, ওয়াপদাপাড়ার মো. আসাদুজ্জামান ও ফেরদৌসী বেগমের মেয়ে সুগফতা আনজুম রোজা. গণপূর্ত বিভাগের সামনে কলেজ রোডের মোহা, আশাদুল হক ও রোকসানা পারভীনের মেয়ে সাদিয়া নওশীন সিমথি, দৌলাতদিয়াড়ের হাসিবুল হোসেন ও শামীমা খাতুনের ছেলে শুভ মিয়া; চক্ষু হাসপাতাল রোডের মো. শরিফুল ইসলাম ও মোছা. হোসনে আরার মেয়ে সোহলী তাবাস্সুম জান্নাত, গোরস্থানপাড়ার মো. ইদ্রিস আলী ও মোছা. ফেরদৌসী খাতুনের মেয়ে সানজিদা নাহিদ লিজা, জিনতলা মল্লিকপাড়ার মো. মনোয়ার হোসেন ও মোছা. সুলতানা পারভীনের মেয়ে জান্নাতুল মিম্মা মনিকা, দক্ষিণ হাসপাতালপাড়ার আব্দুল্লাহ আল মামুন ও মোছা. মালেকা খাতুনের ছেলে আশরাফুল আল আমিন অনিক, মুক্তিপাড়ার মো. মজিদুর রহমান চৌধুরী ও শিরিন সুলতানার মেয়ে উম্মে মালিহা নিতু, কেডিসিপাড়া দৌলাতদিয়াড়ের মো. আতিকুল হক ও মোছা. শিরিনা খাতুনের ছেলে সালিম সাদমান সাদাত, আসমানখালীর মো. মজিবুল হক ও মোছা. রেহেনা নাসরীনের ছেলে মোস্তাফিজুর রহমান শাওন, চুয়াডাঙ্গা সদরের রেলপাড়ার শেখ আরিফ হাসান ও রাশেদা খানমের মেয়ে জান্নাতুল তাজমিম জেদনি, মাখালডাঙ্গা স্কুলপাড়ার জমির উদ্দীন ও তহমিনা খাতুনের ছেলে মো. সাগর উদ্দীন, জেহালা বাজার মুন্সীগঞ্জের সাবের হোসেন ও সেলিনা আক্তারের মেয়ে সিমুম হোসেন, চুয়াডাঙ্গা সদরের দক্ষিণ হাসপাতালপাড়ার মো. মোস্তাফিজুর রহমান ও মোছা. মাজেদা বেগমের মেয়ে মানসূরা মোস্তাফিজ মৌরিন, বেলগাছির মো. আবু বকর বিশ্বাস ও শাহানাজ পারভীনের মেয়ে সাদিয়া আফরিন, দক্ষিণ হাসপাতালপাড়ার ইব্রাহীম শেখ মিলন ও মালিহা বেগমের মেয়ে সাবরিনা আক্তার পৃথা, হকপাড়ার রফিকুল আলম ও দিলরুবা খাতুনের মেয়ে সাবরিনা আলম উপমা, সাদেক আলী মল্লিকপাড়ার মো. বাবু ও সামসুন্নাহারের ছেলে সিরাজুল ইসলাম বাপ্পি, জোয়ার্দ্দারপাড়ার জাহিদুল হাসান জোয়ার্দ্দার ও তাজনীন আরা মালিকের মেয়ে জারিন আনজুম জোয়ার্দ্দার রমিতা, সবুজপাড়ার মো. শরীফুল ইসলাম ও মোছা, হোসনে আরার মেয়ে সুরাইয়া সুলতানা রিমু, পলাশপাড়ার আব্দুল কুদ্দুস মিন্টু ও আঞ্জু মনোয়ারা লাইলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস মিম, গুলশানপাড়ার মো. মশিউর রহমান ও মোছা. সওদা তারার ছেলে মো. সাজিদ রহমান জাহিন, সিনেমাহলপাড়ার মো. মোক্তার হোসেন ও মোছা. গুলসান আরার মেয়ে মোছা. নাঈমা আক্তার, কোর্টপাড়ার মো. আলমগীর হোসেন ও মোছা. কবিতা খাতুনের মেয়ে ইশরাত জাহান রিমি সি.এন্ড.বিপাড়ার আরিফুল ইসলাম ও বেদেনা খাতুনের মেয়ে ফাতেমা আক্তার উর্মি, গুলসানপাড়ার আল হেলাল ইভিনিউ-এর মো. শাহাদত হোসেন ও মোছা. আনোয়ারা হোসেনের মেয়ে মোছা. জান্নাতুল আউলিয়া ঐশী, গোরস্থানপাড়ার মো. বেলাল হোসেন ও মোছা. মরিয়ম খাতুনের মো. জাহিদুর রহমান মণ্ডল, গোরস্থানপাড়ার মো. মিজানুর রহমান ও রোকেয়া পারভীনের মেয়ে মাহফুজা পারভীন মিম, মহিলা কলেজপাড়ার এনায়েত হোসেন ও আরলিমুন খাতুনের মেয়ে ইফফাত আরা মোহনা, ঈদগাহপাড়ার মো, আব্দুল জব্বার ও মোছা. আফরোজার মেয়ে জেরিন আনজুম পুষ্প, মেহেরপুর জেলার কলাইডাঙ্গা বাড়াদীর আব্দুল হামিদ লিফন ও নুরজাহান বেগমের মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌটুসী, চুয়াডাঙ্গা জেলার হায়দারপুর (মাঠপাড়ার) মো. তোফাজ্জেল বিশ্বাস ও মোছা. মর্জিনা খাতুনের ছেলে মো. মিথুন আলী, চুয়াডাঙ্গা সদরের গুলশানপাড়ার মো. হাজ্জাজ আলী ও ফারহানা আক্তারের মেয়ে ফারিয়া নওরীন লাবণ্য, বুজরুক গড়গড়ি মাদরাসাপাড়ার আব্দুস সালাম ও জেসমিনা খাতুনের মেয়ে জান্নাতুল ফেরদৌস শিপ্রা, সদর হাসপাতাল সড়কের মাহবুব আলমের মেয়ে মার্জিয়া মাহবুব মিম, কোর্ট পাড়ার এবিএম মশিউর রহমান জনি ও এম ইসমত-ই রহমান তারার মেয়ে এম জেরিন-ই রহমান প্রিয়ন্তী।
যারা এ প্লাস পেয়েছে: চুয়াডাঙ্গা সদরের হাসপাতালপাড়ার মিজানুর রহমানের ছেলে শাফিন রহমান, মাঝেরপাড়ার আব্দুল জলিলের ছেলে ইমরোজ সাকিব, বড়বাজারপাড়ার সরদার আল আমিনের ছেলে সাদরীল আমিন সংকেত, শেখপাড়ার মো. আলমগীরের ছেলে সাকিব হাসান জীম, বেলগাছি রেলগেটের মো. আশাদুল ইসলামের ছেলে মোস্তাক আহমেদ আকাশ, এতিমখানা পাড়ার মো. রেজাউল ইসলামের মেয়ে সুরাইয়া আরজুমা বর্ষা, মসজিদপাড়ার হাবীবুর রহমানের মেয়ে আতিকা রহমান, সবুজপাড়ার জিয়াউর রহমানের মেয়ে মাহুরী কবীর শেফা, কেদার নতুন বাজারের ইকবাল পারভেজ তরফদারের ছেলে ইমতিয়াজ আকিব তরফদার, কেদারগঞ্জ মালোপাড়ার আব্দুল হান্নান বিশ্বাসের ছেলে আল কারিম বিশ্বাস রাফি, জাফরপুরের মো. আলী মর্তুজার মেয়ে চৈতী আরা মিম, খেয়াঘাটপাড়া হাতিকাটার মো. বিশারত আলীর ছেলে আব্দুল মোমিন, চুয়াডাঙ্গা সদরের মহিলা কলেজপাড়ার মো. তারিকুজ্জামানের ছেলে আফনান জারিফ জামান, দক্ষিণ হাসপাতালপাড়ার মো. একরামুল হকের মেয়ে সুরাইয়া বিসমি সূরা, মসজিদপাড়ার মহাবুব রশীদের মেয়ে মাহজাবিন বিশ্বাস কথা, পি.ডব্লিউ.ডি স্টাফ কোয়ার্টারের মৃত নুরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস টুনি, কোর্টরোডের মো. রমজান আলীর ছেলে এহসান ইমাম হাসান, আরামপাড়া ছুটিপুরের আবু জাহিদুল আলমের ছেলে নাজমুস জুবায়ের নকীব, দৌলাতদিয়াড় স্কুলপাড়ার মো. সাইফুল ইসলাম আকরামের ছেলে মো. জাহিদ হাসান আসিফ। চুয়াডাঙ্গা জেলার কুড়–লগাছির মজিবুর রহমানের ছেলে সোয়াইব রহমান জামিল, চুয়াডাঙ্গা সদর কেদারগঞ্জ স্কুলপাড়ার মো. শহীদুল্লাহর ছেলে শেখ আকিব শিহাব, সাদেক আলী মল্লিকপাড়ার মো. শেখ সাদীর মেয়ে সাদিয়া শারমিন তানহা, মহিলা কলেজপাড়ার মনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল নোমান, কোর্টপাড়ার রকিবুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মারুফ নিলয়, দক্ষিণ হাসপাতালপাড়ার গোলাম মাহবুবের মেয়ে সাদিয়া শারমিন অর্থি, গুলসান পাড়ার মো. আহসান হাবীবের ছেলে মো. সাইফ সালমান পলক, আসমান খালীর রাজু আহমেদের ছেলে তৌসিফ কবীর জেনিথ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালপাড়ার মো. আব্দুল মতলেবের ছেলে মোস্তাক আহমেদ সাদিক, সিনেমাহলপাড়ার মিজানুর রহমানের ছেলে মাহমুদুর রহমান সাইফ, দৌলতদিয়াড় মাঝেরপাড়ার মো. নাজমুল হকের মেয়ে মাহফুজা আক্তার রিয়া, খন্দকার বাসভবন কোর্টপাড়ার অ্যাড. মঞ্জু খন্দকারের মেয়ে আছিয়া বিনতে একরাম খুশবু, জাফরপুরের জহুরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার জুথি, পলাশপাড়ার মো. রেজাউল হকের মেয়ে মিথিলা ফারজানা রিন্তি; গুলসান পাড়ার মোঃ আফতাব উদ্দীনের মেয়ে মীম সুমাইয়া, রেলপাড়ার ইফতেখার উদ্দীনের ছেলে নাইমুর হুসাইন মুগ্ধ, দৌলতদিয়াড়ের মো. আতিউর রহমান শান্তির ছেলে সাইফ হোসেন, সবুজপাড়ার সৈয়দ হেদায়েত হোসেনের ছেলে সৈয়দ সাদমান সাকিব, মহিলা কলেজপাড়ার ইউনুস আলীর ছেলে হাসিবুল হাসান রবিন, পুরাতন হাসপাতালপাড়ার মো. মোস্তাক আহমেদের ছেলে আসফাক আশিক, দৌলতদিয়াড়ের সাবান আলীর ছেলে জ্বিলহাজ আহমেদ, একাডেমী মোড়ের আলী মোহাম্মদের ছেলে ইমরান মাহমুদ, দৌলতদিয়াড় সরদার পাড়ার মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে মো. আব্দুল্লাহ আল এহসানুল রামীম।
যারা এক বিষয়ের জন্য এ প্লাস পায়নি: সাব্বির বিশ্বাস, মোকাদ্দিমুল কবীর রিয়াদ, ইসরাত জাহান বন্যা, শেখ খালিদ আজাদ, সালমা খানম তারিন; সিফাত ইবনে সাইদ; সামিউল ইসলাম, মো. বায়েজীদ হোসেন, আব্দুল্লাহ আল ইউসুফ, ইশতিয়াক রহমান, অনিক মাহবুব, নিশাত তাসনোভা শ্রাবণী, সৈয়দা সায়মা রহমান, সাদিয়া ইসলাম ঐশী ও তৌকি তাহমীদ।