মেহেরপুর ছাত্রলীগের সহসভাপতি সাগরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি এ.কে আজাদ সাগরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত শেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এ সংবাদ নিশ্চিত করেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে কয়েক দিন আগে দলের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। এদিকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় গতকাল শনিবার রাতে এ.কে আজাদ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের বাসভবনে যান এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্মআহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, যুবলীগ নেতা মালেক হোসেন মোহন, সাজেদুর রহমান সাজু, মাহাবুব হাসান ডালিম, মিজানুর রহমান জনি, শহর ছাত্রলীগের সভাপতি মো. আরিফ শেখ প্রমুখ।
এ সময় এমপি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এর ঐতিহ্য ধরে রাখতে হবে। একজন শিক্ষককে যেমন সম্মান করতে হবে। তেমনি ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে সব ধরনের ছাত্রছাত্রী থাকবে নিরাপদ। তাদের দেখে ছাত্রছাত্রীদের মধ্যে সাহস বাড়বে। আর যাদের দেখে ছাত্রছাত্রীরা ভয় পায়, যাদের দ্বারা শিক্ষক সমাজ লাঞ্চিত হয়, তারা কিসের ছাত্রলীগ? দলের পরিবর্তন আনতে হবে। দায়িত্ব ও কর্তব্যবোধ বাড়াতে হবে। শ্রেণি পেশা অনুযায়ী স্নেহ-শ্রোদ্ধা-ভক্তি বাড়াতে হবে। ভবিষ্যতের নেতৃত্বদানকারী হিসেবে এখনই যোগ্যতার প্রমাণ রাখতে হবে।