৫ জানুয়ারি সমাবেশ করবে বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপি এবারও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে। এদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। গতকাল শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, ‘দুই বছর আগে ৫ জানুয়ারি নির্বাচনের নামে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। প্রায় সব কয়টি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই যে নির্বাচন হয়েছিলো, সেই নির্বাচনের পরে একটা প্রহসনমূলক নাটকের মধ্যদিয়ে সরকার গঠন করা হয়েছিলো। সেই সরকার এখনো আছে। এটাকে আমরা গণতন্ত্র হত্যা দিবস বলে চিহ্নিত করেছিলাম। গণতন্ত্রকে সেদিন হত্যা করা হয়েছিলো। জনগণ ভোটের মাধ্যমে রায় দিতে পারেনি। মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তারা আশা করছেন, অনুমতি পাবেন। এই জনসভাকে সফল করে গণতন্ত্রকে নিয়মতান্ত্রিকভাবে চালাতে সরকার অবদান রাখবেন। ঢাকার সাথে সারাদেশের জেলা কমিটিকে এই কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।