১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

X
দর্শনা অফিস: দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেসে অভিযান চালিয়েছে কাস্টমস ও গোয়েন্দা বিভাগ। টানা অভিযানে উদ্ধার করা হয়েছে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল। উদ্ধারকৃত মালামালে সরকারি রাজস্ব আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার ভারতের কোলকাতা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস ভারত সীমানা অতিক্রম করে দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে পৌঁছানের সাথে সাথেই কাস্টমসের বেনাপোলের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার শরিফুল ইসলামের নেতৃত্বে শুরু হয় তল্লাশি অভিযান। ট্রেনের ৪১৭ জন যাত্রীর মধ্যে বিভিন্ন বগি থেকে ৩৭ জন পাসপোর্টধারী যাত্রীর নিয়ম বহির্ভূতভাবে আনা মালামাল আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ১ হাজার ২০টি শাড়ি, ৬৮০টি থ্রিপিস, ৫৫৯টি শাল, ১২৫টি পাঞ্জাবি, ২৭০টি ওড়না, ৮৬টি লেহেঙ্গা, ২০ কেজি ইমিটেশনের গহনা, ১০ কেজি কসমেটিকস, ১৮০টি চশমা, মদ ও সিগারেট। যার বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ টাকা। এ অভিযানে উপস্থিত ছিলেন দর্শনা কাস্টমস সুপারিনটেনডেন্ট মোস্তফা কামাল, ইন্সপেক্টর লিয়াকত আলী ও দর্শনা আন্তর্জাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী। উদ্ধারকৃত ভারতীয় মালামালের ওপর সরকারের রাজস্ব আদায়ের প্রক্রিয়া চলছে। তবে অপর একটি সূত্র থেকে জানা গেছে, উদ্ধারকৃত মালামালের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে গোয়েন্দা বিভাগ থেকে।।