সাড়ে ৬ কেজি রূপার গয়না ও মোটরসাইকেল উদ্ধার

দর্শনা অফিস: দামুড়হুদার বাড়াদী বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে। বিজিবি সদস্যরা সাড়াবাড়িয়া থেকে উদ্ধার করেছে সাড়ে ৬ কেজি ওজনের রূপার গয়না ও একটি ভারতীয় মোটরসাইকেল। গত শুক্রবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্ণেল মনিরুজ্জামান ও অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদের সার্বিক তত্ত্বাবধানে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী বিজিবি ক্যাম্পের হাবিলদার জাহিদ শিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালান ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের প্রধান সড়কে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও রূপার গয়না ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে, ৬ কেজি ৩শ গ্রাম ওজনের রূপার গয়না ও একটি মোটরসাইকেল। উদ্ধারকৃত মালামালের মূল্য ৭ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।