শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর মাস্টারের বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়। ক্ষতিগ্রস্ত শিক্ষক আব্দুস সবুর মাস্টারের পরিবারের পক্ষ থেকে ওই মানববন্ধন করা হয়।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগের ঐতিহ্য বিনষ্টকারী সন্ত্রাসী-হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সভাপতি মো. আরিফ শেখ, সহসভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা মাসুদ, আব্দুস সবুর মাস্টারের পরিবারের পক্ষে খন্দকার পিয়ারুল হাসান, আবুল হায়াত সোনা, বায়েজিদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাত ৯টার দিকে নামধারী ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী শহরের পণ্ডেরঘাট এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর মাস্টারের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফিজুর রহমান পোলেনসহ ১৪ নামধারী ও ১৫/২০ জন অজ্ঞাত ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করে আব্দুস সবুর মাস্টার মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরে তারা জামিনে মুক্তি পায়।