সৌদিতে শিয়া নেতাসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
মাথাভাঙ্গা মনিটর: শিয়া সম্প্রদায়ের এক শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি গতকাল শনিবার এ কথা জানায়। ৫৬ বছর বয়সী এই শিয়া নেতার নাম নিমর আল-নিমর। সুন্নি-শাসিত সৌদির পূর্বাঞ্চলে ২০১১ সালে সরকারবিরোধী যে গণবিক্ষোভ হয়েছিলো, তার মূলে ছিলেন তিনি। ওই আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে নিমরের ১৭ বছর বয়সী ভাতিজা আলী আল-নিমরকে ওই সময় গ্রেফতার করা হয়। তবে মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় আলীর নাম নেই। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উগ্রপন্থী আদর্শে জড়িয়ে পড়া, সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়া, বিভিন্ন অপরাধমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়ে এই ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০৩ ও ২০০৪ সালে আল-কায়েদার হয়ে হামলা চালিয়ে সৌদি ও বিদেশি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া কয়েকজন সুন্নিও এই তালিকায় আছেন। তাদের মধ্যে একজন মিসরের ও একজন চাদের। বাকিরা সৌদির নাগরিক। কী পদ্ধতিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা জানায়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে জানানো হয়, সৌদির ১২টি শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদিতে সাধারণত শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের জানুয়ারিতে বাদশাহ সালমানের সিংহাসনে আরোহণের পর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়ে গেছে। মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে গত বছর সৌদিতে ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
ধর্মান্তরিত হওয়ার খবরের নিন্দা তসলিমা নাসরিনের
মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন হিন্দুধর্ম গ্রহণ করেছেন এমন খবরের প্রতিবাদ করেছেন। ধর্মান্তরিত হওয়ার গুজব নিয়ে শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, খবরে দেখলাম আমি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। এর আগে খবর করা হয়েছে আমি নাকি নামাজ রোজা ধরেছি, বোরখা পরছি। কিছুই নতুন নয়। বলছি আমাকে নিয়ে এসব লেখালেখি কিছুই নতুন নয়। ২৫ বছর ধরে এসব বদমাইশি চলছে।… যারা এমন গুজব ছড়াচ্ছে তাদের একহাত নিয়ে তসলিমা লিখেছেন, ওরা কারা আমি জানি না, কিন্তু অনুমান করতে পারি। ওরা তারাই যারা মনে করে মেয়েমানুষ মজা করার জিনিস, তাদের নিয়ে যা ইচ্ছে তাই বলা যায়, লেখা যায়। আসলে ওদের বড় রাগ আমার ওপর। কেউ কেউ বলে ধর্মটা নিয়ে না লিখলে সব নাকি ঠিক ছিলো। ধর্মটা মানে ইসলামটা। লজ্জা উপন্যাসে কথিত ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ নিয়ে ১৯৯৪ সাল থেকে নির্বাসনে রয়েছেন তসলিমা নাসরিন। বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন এই নারীবাদী লেখিকা। পর্যায়ক্রমে তার ভিসার মেয়াদ বাড়াচ্ছে ভারত সরকার।
শিগগিরই কংগ্রেস সভাপতি হচ্ছেন রাহুল!
মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী শিগগিরই দলটির সভাপতি হচ্ছেন বলে বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে। বর্তমানে ইউরোপ সফরে থাকা রাহুল আগামী সপ্তাহে দেশে ফেরার পর কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে বিষয়টি নিশ্চিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৭ ডিসেম্বর রাহুল গান্ধী টুইট করেন, কিছুদিনের জন্য তিনি ইউরোপ সফরে যাচ্ছেন। নিজের বিদেশ ভ্রমণের ব্যাপারে এই প্রথম তিনি জনগণকে প্রকাশ্যে জানালেন। দলীয় সূত্রগুলো বলছে, ৮ জানুয়ারির পর রাহুল দেশে ফিরবেন। ওই সময় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাও হবে। ওই সভাতেই এ সিদ্ধান্ত নেয়া হতে পারে।