বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন চুয়াডাঙ্গা পৌরসভার নব নির্বাচিত মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়েছেন। গতপরশু ১ জানুয়ারি তিনি দলীয় সহকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্দেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। গতকাল মাজার জিয়ারত ও মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে গতরাতে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার বিকেল ৩টার সময় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশে চুয়াডাঙ্গা থেকে রওনা হন ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় তার সাথে ছিলেন, গোকুলখালী আফসার উদ্দীন কলেজের অধ্যক্ষ জিপু চৌধুরীর নির্বাচনী সমন্বয়কারী মো. মাহাবুল ইসলাম সেলিম, জেলা যুবলীগের সাবেক সদস্য অ্যাড. তছলিম উদ্দীন ফিরোজ, আবুল হোসেন মিলন, মো. রাজ্জাক ও মো. বিপ্লব হোসেন। রাত ১০টার দিকে গোপালগঞ্জ পৌঁছুলে সেখানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুল চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাজী লিয়াকত আলী খান লেকু, বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল হানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সকল নেতাকর্মী মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ফুলেল শুভেচ্ছা জানান। তাদের সাথে মতবিনিময় শেষে গোপালগঞ্জে রাতযাপন করেন। গতকাল শনিবার সকাল ১০টার সময় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর মাজার শরীফ জিয়ারতকালে চুয়াডাঙ্গা পৌরবাসীর সুস্থতা ও সমৃদ্ধ জীবন কামনায় দোয়া কামনা করেন।