ইসলামী বিশ্ববিদ্যালয় খুলছে আজ
স্টাফ রিপোর্টার: শীতকালীন ছুটি শেষে আজ থেকে খুলে দেয়া হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্যাম্পাস খোলা হচ্ছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আব্দুল লতিফ। ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রলীগের দু গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস গ্রুপ এবং সহসভাপতি মিজানুর রহমান মিজু সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবেলা করতে ওই দিনে জরুরি সিন্ডিকেটে শীতকালীন ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে শিক্ষার্থীদেরকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। এদিকে পূর্বনির্ধারিত ছুটি শেষে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অফিস খুলে দেয়া হবে। এছাড়া পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় একযোগে সকল আবাসিক হল এবং ৬ জানুয়ারি থেকে আগের নিয়মে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুন ভোটার বেড়েছে ৪৩ লাখ ৬৮ হাজার
স্টাফ রিপোর্টার: হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম এ তালিকা প্রকাশ করেন। সিরাজুল ইসলাম জানান, খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন ও নারী ভোটার রয়েছেন ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। হালনাগাদ ভোটার তালিকায় ভুল সংশোধন ও নাম অন্তর্ভূক্তির আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি। সচিব জানান, ভোটার তালিকা হালনাগাদ করার সময় মৃত ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন ভোটার বাদ পড়েছেন। এর মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন পুরুষ ও ২ লাখ ৫০ হাজার ৭২ জন নারী ভোটার ছিলেন। তিনি বলেন, আগামী ১৭ জানুয়ারির মধ্যে প্রকাশিত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হওয়া কারও বিরুদ্ধে আপত্তি দেয়া যাবে। এছাড়া নতুন তালিকায় কোনো তথ্য ভুল থাকলে একই সময়ের মধ্যে সংশোধনের জন্য আবেদন করা যাবে। অভিযোগ নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, হালনাগাদকৃত ভোটার তালিকা জেলা, থানা, রিভাইজিং অথরিটি অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টমেন্ট বোর্ড, রেজিস্ট্রেশন অফিসসহ জনগুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ করা হয়েছে।
১১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির ডাক
স্টাফ রিপোর্টার: বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।
মাগুরায় বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত
স্টাফ রিপোর্টার: মাগুরার ভায়নায় গতকাল শনিবার যাত্রীবাহী বাস উল্টে রাকিবুল ইসলাম (২৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলেছে, যাত্রীবাহী বাসটি মাগুরা থেকে যশোর যাচ্ছিলো। শনিবার সকাল পৌনে ৮টার দিকে মাগুরা-যশোর সড়কের ভায়নায় টেক্সটাইল মিলের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে রাকিবুল ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে ভর্তি ৬ জনের মধ্যে প্রণব সাহা (৩৫) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। এসআই বলেন, নিহত রাকিবুল মার্কেন্টাইল ব্যাংকের ফিল্ড অফিসার ছিলেন। তিনি যশোর শহরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। তার বাড়ি মাগুরার ওমেদপুর গ্রামে।
ঢাকার কেরানীগঞ্জে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে চাচা শাহাবুদ্দিন (৪০) ও ভাতিজা আলী হোসেন (১৯) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দুপুরে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় শামসু ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শাহাবুদ্দিন ও আলী হোসেন পুরনো ঢাকার নয়াবাজার থেকে দক্ষিণ কেরানীগঞ্জের বাসায় ফিরছিলেন। শামসু ফিলিং স্টেশনের সামনে এলে ২টি মোটরসাইকেলযোগে ৬ দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলির পর দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কেন বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।