কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় একটি স্কুলের ভবনের ফটকে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে এক ব্যক্তির মাথা উদ্ধার করেছে পুলিশ। পরে ওই স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মাঠের মধ্যে একটি মাথাহীন ধড় পাওয়া যায়। প্রথমে পরিচয় না মিললেও পরে জানা যায়, মৃতদেহটি কুষ্টিয়া ইবি থানার আবদালপুরের ফিরোজ মোল্লা (৪০)।
গতকাল শনিবার সকাল ৭টার দিকে মাথা ও ৮টার দিকে ধড় উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম ফিরোজ মোল্লা (৪০)। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব আবদালপুর গ্রামে। দুপুর ১২টার দিকে ফিরোজ মোল্লার স্ত্রীর ভাই আকাম উদ্দিন লাশটি শনাক্ত করেন। এলাকার কয়েকজন বাসিন্দা বলছেন, সকাল সাড়ে ৬টার দিকে ফজরের নামাজ শেষে তারা আলামপুর স্কুল অ্যান্ড কলেজের ফটকে একটি ব্যাগ ঝুলতে দেখেন। ব্যাগ থেকে রক্ত ঝরছিলো। ভেতরে এক ব্যক্তির মাথা দেখা যায়। এলাকাবাসী স্থানীয় দহকোলা ক্যাম্প পুলিশে খবর দেয়।
দহকোলা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান। সকাল ৮টার দিকে স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভবানীপুর সোনাইডাঙা গোবিন্দপুকুর এলাকায় মাঠের মধ্যে একটি ধড় পড়ে আছে বলে খবর পাওয়া যায়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, ফিরোজ মোল্লার বিরুদ্ধে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় একটি হত্যামামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।