আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসান কাদির গনুর সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের মতবিনিময়

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসান কাদির গনুর সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পৌর এলাকার সকল মন্দির কমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত পৌর মেয়রকে সংবর্ধনা জানানো হয়। সভায় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বাবু সুনিল অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট জেলা আওয়ামী লীগের নেতা শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আলমডাঙ্গা উপজেলা সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, আলমডাঙ্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিমায় রায়, জুয়েলার্স সমিতির সভাপতি দিলিপ চৌধুরী।
পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মীর গোলাম মোস্তফা মহর, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমীর দে, ৩নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, পৌর প্রচার সম্পাদক রেজাউল হক তবা, আলিম, আ. সালাম, হেকমত, পৌর যুবলীগের সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, শহিদুল ইসলাম বড় মিয়া, পৌর এলাকার মন্দির কমিটির সভাপতি সম্পাদকের মধ্যে অশোক সাহা, সুমিল ভৌতিকা, নন্দ সাহা, বুদ্ধদেব সিংহ রায়, অসিত ঘোষ, সুধাংশু ব্যানার্জি, গৌতম কুমার পাল, রাজ কুমার, যুব কমিটির যুগ্ম সম্পাদক পলাশ আচার্জ্য, মদন সাহা, অন্তু, মনি ঠাকুর, উজ্জ্বল, বিপুলসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পৌর এলাকার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে হত্যার অপচেষ্টারকারীদের দ্রুত গ্রেফতার করে দাবি জানান।
অপরদিকে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র হাসান কাদির গনুকে সংবর্ধনা দেয়া হয়। গতকাল শনিবার সকালে এরশাদপুর চাতাল মোড়ের নবনির্বাচিত মেয়রের অফিসে মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ আবু সালেহ মো. সালাহ উদ্দিন ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কলেজের প্রভাষক ফজলুর রহমান, একেএম গোলাম সরওয়ার (হায়দার), আব্দুর রহমান, হুমায়ন কবীর, শরিফুল আলম (লিটন) শফিউল হক মিল্টন, আব্দুল কুদ্দুস, কামাল হোসেন, মিজানুর রহমান, মোশাররফ হোসেন, মোতাহার হোসেন, শফিকুর রহমান, প্রভাংশ কুমার ব্যানার্জী,পারভীন সুলতানা বাণী, কবিরুল হাসান প্রমুখ।