বিদ্যালয়গুলোতে উত্সব : শিক্ষাবর্ষের প্রথমদিন পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মাথাভাঙ্গা ডেস্ক: ‘নতুন বইয়ের গন্ধ শুকে ফুলের মতো ফুটবো বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠবো’ এ স্লোগানকে সামনে নিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
ছুটির দিন হলেও গতকাল শুক্রবার ছিলো চলতি শিক্ষাবর্ষের প্রথম দিন। এদিন দেশের সব স্কুলেই আয়োজন করা হয় বই উত্সবের। খালি হাতে শিশুরা স্কুলে এসেছে, ফিরেছে নতুন বই নিয়ে। বুকের কাছে আগলে রেখেছে নতুন বই, শুঁকেছে ঘ্রাণ। তাদের চোখে-মুখে ঝিলিক দিয়ে উঠেছে নতুন দিনের স্বপ্ন। নতুন ক্লাসে উঠে প্রথম দিনই হাতে বই পাওয়ায় শিক্ষার্থীরা ছিলো বেশ উচ্ছ্বসিত। নগর, মফস্বলের পাশাপাশি প্রত্যন্ত এলাকার স্কুলগুলোও বাদ পড়েনি এই উত্সবের ছোঁয়া থেকে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
আরো উপস্থিত ছিলেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর-ই-আলম মোর্শেদা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুন নাহার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদুজ্জান লিটু। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন।
প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, যারা স্কুলে আসছে না তাদেরকে স্কুলে আনতে হবে। ছেলেমেয়েদেরকে স্কুলমুখী করতে গতবছর সারাদেশে ৩০ কোটি এবং এ বছর ৩৩ কোটি বই দেয়া হচ্ছে। শিক্ষকদের বলবো শিক্ষার্থীদের তদারকি করুন। মানুষ হিসেবে গড়ে তুলুন। শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। স্কুলে টিফিনের পর ক্লাস হয় না। ক্লাসের শিক্ষকরা প্রাইভেট পড়ানোয় ব্যস্ত থাকে। এটা ঠিক নয়। ক্লাসের পড়া ক্লাসেই শেখাতে হবে। এছাড়া, বর্তমান সরকার খাদ্য ও স্বাস্থ্য বিভাগে অনেক উন্নতি করেছে। শিক্ষা বিভাগে শিক্ষক নিয়োগ ও অবকাঠামো উন্নয়ন করে পড়াশুনায় উন্নতি করে চলেছে। বঙ্গবন্ধু ৩৭ হাজার স্কুলকে জাতীয়করণ করেছিলেন। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বই বিতরণ শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কেউ অশিক্ষিত থাকবো না। জাতিকে তার উদ্যোগকে স্বাগত জানাতে হবে। যে জাতি কৃতজ্ঞতা স্বীকার করে না তারা ভালো জাতি নয়।
শিক্ষা কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গা জেলায় মাধ্যমিকে ১৩ লাখ ১৮ হাজার ২৮৫ এবং প্রাথমিকে ৭ লাখ ১২ হাজার ৯১৪ বই বিতরণ করা হচ্ছে।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরনী বিদ্যাপীঠের বই বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসির সদস্য ও শিক্ষক মণ্ডলী।
অপরদিকে ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ে বই বিতরণ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়াম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু সালেহ, ম্যানেজিং কমিটির সদস্য জালাল উদ্দিন মহর, সাবেক সদস্য নুর ইসলাম, শওকত আলী, পিটিএ কমিটির সভাপতি নাসির উদ্দিন, শফিকুর রহমান, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসায় বই বিতরণ সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি হাজি অ্যাড. আ.ম আনোয়ার উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সহসভাপতি হাজি মো. রেজাউল করীম, জেলা আ.লীগের সদস্য হাজি শাখাওয়াত হোসেন টাইগার, আ.মজিদ. আ.জব্বার, সহকারী অধ্যাপক মুহা. নুরুল আলম সিদ্দিকী ও প্রভাষক আবুল কাসেম।
এছাড়া আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আ.মোতালেবের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সদস্য হাজি. শাখাওয়াত হোসেন টাইগার, পরিচালনা সদস্য মোমিনুল ইসলাম, আসিফ রহমান ও আজাদ ফেরদৌস পানজু। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো.সাইফুল ইসলাম স্বপন।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহপ্রধান শিক্ষক আলী হোসেন মাস্টার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আকতার হোসেন, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল বাসার প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলার প্রায় অর্ধ শতাধিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় বই বিতরণ করা হয়েছে। সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র এরশাদপুর একাডেমির সভাপতি হাসান কাদির গনু আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসবের শুভ সূচনা করেন। এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক ও বিল্লাল হোসেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হোসেন, হামিদুল ইসলাম, আতিয়ার রহমান, শরিফুজ্জামান, আমজাদ হোসেন, আলেয়া ফেরদৌস, লিমা খাতুন প্রমুখ।
এছাড়াও বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হারদী মীর সামশুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার প্রায় সকল বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা রুইতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চিৎলা রুইতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বধোন করা করা হয়েছে। খবির উদ্দিনের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন আ.লীগ সভাপতি লেহাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শফিউদ্দিন, অশাবুল হক, আব্দুল বারী, হাবিবুর হমান, আরিফ হোসেন মল্লিক, হোসেন আলী মেম্বার, আবদ আলী, আব্দুল হাই, আবু তালেব মিয়া, বুলবুল ইসলাম, আজিজুল হক, ওবাইদুল্লাহ, হাসান আলী, আমেনা খাতুন, সুমাইয়া সিদ্দিকা, কামরুন্নাহার, নাজমা খাতুন, ফিরোজা খাতুন, ফারহানা ইয়াসমিন ও মফিজুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা।
আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ হোসেন, মহাসিন আলী, বিদ্যালয়ের শিক্ষক ইস্পেয়ারা খাতুন, আ.কুদ্দুস. নাসির হোসেন, সাহাবুদ্দিন, হামিদুল, তাজুল ইসলাম, মিলন, বেলাল, জান্নাতুল, সহিদুর রহমান জনি প্রমুখ।
এদিকে আলমডাঙ্গার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লার তত্ত্বাবধানে বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির আলমডাঙ্গা এলাকার পরিচালক খলিলুর রহমান, জেহালা ইউপি মেম্বার ও বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হান্নান, এলাকার শিক্ষানুরাগী অশোক কুমার অধিকারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। একই উপজেলার পাঁচকমলাপুর-আলিয়াট নগর মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল হালিম মণ্ডল ও প্রধান শিক্ষক আব্দুল ওহাব। এছাড়া বটিয়াপাড়া-শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামশেদুর রহমান জোয়ার্দ্দার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মো. শাহাজাহান।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় একযোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বিনামূল্যে পাঠপুস্তক বিতরণ করা হয়েছে। সকাল ১০টার দিকে উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূরআলম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা শিক্ষা অফিসার নূরজাহান, ইন্সট্রাক্টর জামাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, প্রধান শিক্ষক শামসুন্নাহার, যুবলীগ নেতা হযরত আলী প্রমুখ।
বেলা ১১টার দিকে দামুড়হুদা মডেল হাইস্কুলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নুতন বই তুলে দেন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল কবির ইউসুফ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। বেলা ১২টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নুতন বই তুলে দেন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেন, অধ্যক্ষ নূরজাহান খাতুন প্রমুখ। এদিকে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু সকাল ৯ টার দিকে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এবং সকাল ১০টার দিকে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নুতন পাঠ্যপুস্তক তুলে দেন। উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান খোকন, আয়ুব আলী স্বপন প্রমুখ।
বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. রফিকুল আলম রান্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিদ্যোৎসাহী সদস্য মতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক মুনসুর আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
কালিয়াবকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে বই বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা আশাদুল হক আশা, মানিক আলী, হাসেম আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সভাপতি রয়েল এক্সপ্রেসের সত্ত্বাধিকারী মো.সালাউদ্দিন। আলুকদিয়া মুন লাইট প্রি ক্যাডেটে নতুন বই বিতরণ করেন পরিচালক আল মামুন। এছাড়া সকাল ১১টার দিকে আলমডাঙ্গা চিৎলা ইউপির মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চিৎলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম মন্টু।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিশন প্রাথমিক বিদ্যালয়, আরামডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, হাদিকাতুল উলুম বালিকা মাদরাসা, কার্পাসডাঙ্গা কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি ক্যাডেটে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় বই বিতরণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক মো. সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দীন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মিজানুর রহমান মিল্টু, সহকারী শিক্ষক কাদিমুল এহসান প্রমুখ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু, বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজো, বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পল্লি চিকিৎসক সালাহ উদ্দিন, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শেখ মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলর উজলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অধিদফতরের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক, প্রধান শিক্ষক ইদ্রিস আলীসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সকালে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এ সময় ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, যুগ্মসম্পাদক জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, একাডেমির অধ্যক্ষ মজিবর রহমানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আফরোজা হক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ ওঝা শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেন। এছাড়া সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সকাল ১০টায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ও কলেজের অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য পুস্তক তুলে দেন। জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ এবং প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখে ২৯ হাজার ৬৯০টি নতুন বই বিতরণ করা হয়েছে।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১টায় বই বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আ.লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসির সভাপতি সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সকালে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি আসাদুজ্জামান। বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার শফিকুর রহমান, রবিউল ইসলাম ও প্রধান শিক্ষক একরামুল হক। এ উপজেলার ২২০টি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ও দুপুর ১২টার দিকে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দীন ও মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল হোসেন, কেয়ামত আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি আ. মোমিন চৌধুরী ও মোস্তাকিম হক খোকন কমান্ডার প্রমুখ।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মোজাম্মল হক। প্রধান অতিথি ছিলেন সাগান্না ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু দাউদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক তিতুমীর, মশিউর মাস্টার, মতিয়ার বিশ্বাস, জিন্দার মেম্বার প্রমুখ। নতুন বছরের নতুন বই পেয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা আনন্দে মেতে উঠে।
এছাড়া ডাকবাংলার সাধুহাটি সরকারি প্রথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্কুল কমিটির সভাপতি সাধুহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন। অপরদিকে সাধুহাটি বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন। প্রধান অতিথি ছিলেন স্কুল কমিটির সভাপতি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়া জিলা স্কুলে সকাল ১০টায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ সময় শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান ছাড়াও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার কালেক্টরেট স্কুলসহ প্রত্যেক উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।