হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপিকে হত্যার অপচেষ্টা : চাপাতিসহ যুবক পাকড়াও

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপিকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। এ অভিযোগে এক যুবককে ধারালো অস্ত্র চাপাতিসহ ধরে পুলিশে দেয়া হয়েছে। গতরাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়াস্থ হুইপের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আটক মিশন ইসলাম (১৯) চুয়াডাঙ্গা জিনতলাপাড়ার মেহেরুল ইসলামের ছেলে।
এদিকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা বলেছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বাড়ির নিকটস্থ ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে ৪ যুবক সন্দেহজনকভাবে অবস্থান করছিলো। দলীয় নেতাকর্মীদের বেশ কয়েকজন ৪ যুবকের পরিচয় জানতে চাইলে তিন যুবক দৌঁড়ে পালায়। হাতেনাতে ধরা পড়ে এক যুবক। তার কোমরে ছিলো ধারালো অস্ত্র চাপাতি।
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, ক্লাব থেকে বাড়ির কাছাকাছি পৌছুতেই সন্দেহভাজন যুবকদের দেখামাত্রই দলীয় নেতকর্মীরা সেদিকে এগিয়ে যায়। তিন যুবক দৌঁড়ে পালায়। একজন ধরা পড়ে। ধরা পড়া যুবকের স্বীকারোক্তিতে মনে হচ্ছে, ওরা পূর্ব পরিকল্পিতভাবেই আমাকে মারতে এসেছিলো। উপস্থিত দলীয় নেতাকর্মীদের বিচক্ষণতায় বেঁচে গেছি।
এদিকে আটকের খবর পেয়ে সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে সকলের সামনে আটক যুবক মিশন ইসলাম খুনের অপচেষ্টার কথা স্বীকার করলেও থানায় নেয়ার পর অবশ্য তা অস্বীকার করে বলেছে, তাকে ধরে নিয়ে মারপিটের পর চাপাতিসহ পুলিশে দেয়া হয়েছে। মিশন নিজেকে বড়বাজার নিচেরবাজারের মাছপট্টির এক ব্যবসায়ীর কর্মচারী বলে দাবি করেছে। পুলিশ বলেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। আটক যুবকের নিকটজনেরা আজ সাংবাদিক সম্মেলন করতে পারে।