সাংবাদিক শাহ আলম মন্টু হৃদরোগে আক্রান্ত : দোয়া কামনা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা প্রেসক্লাবের একাংশের সভাপতি প্রবীণ সাংবাদিক শাহ আলম মন্টু হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসাধীন রাখা হয়েছে।
জানা গেছে, সাংবাদিক শাহ আলম মন্টু বেশ কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে তার নাক দিয়ে রক্ত বের হলে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। সকালে তাকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নেয়া হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশন ভর্তির পরামর্শ দেয়। গতকাল দুপুরে তাকে কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সাংবাদিক শাহ আলম মন্টু কুষ্টিয়ার আন্দোলনের বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন পত্রিকা সাম্প্রতিকী ডট কমের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অসুস্থতার সংবাদ পেয়ে আলমডাঙ্গার সাংবাদিক সমাজসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ব্যক্তিবর্গ উদ্বিগ্ন হয়ে পড়েন। তার দ্রুত সুস্থতা কামনা করে সাংবাদিকদের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে।