দামুড়হুদার ধান্যঘরায় বিজয় দিবসের ব্যাডমিন্টনে জাকির-রশিদ জুটি চ্যাম্পিয়ন

কুড়ুলগাছি প্রতিনিধি: মেধাবী ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখে। তাই প্রতিটি গ্রামে গ্রামে খেলাধুলা করার প্রয়োজন। যেখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শরীরচর্চা করতে পারে। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছি ধান্যঘরায় বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সভাপতি জাকির হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কুড়ুলগাছি মাথাভাঙ্গা প্রতিনিধি হাসেমরেজা-হাসমত থেকে পুরস্কার বিতরণী করেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহ মোয়াজেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মারুফ শাহ, জহির, নজরুল ইসলাম, জমাত আলী, শহিদুল, মজিবর, হারুন শাহ। ফাইনাল খেলায় ধান্যঘরার নিশাত ও শাকিল জুটিকে পরাজিত করে জাকির ও রশিদ জুটি চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলাটি পরিচালনা করেন রাকিব, স্টার। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাটমিন্টন টুর্নামেন্টের সাধারণ সম্পাদক বাবলু।