টিপ্পনী

টিপ্পনী
খবর:(কেরুজ চিনিকল চলতি মাড়াই মরসুমের শুরুতেই দফায় দফায় ব্রেক ডাউন)

বুড়ো কেরুর হাড়ে ব্যথা
গায়-গতরে জ্বালা,
বাতের বিষে চেঁচায় পড়ে
কানে লাগে তালা।

ঠিকাদারের ছুঁত লেগেছে
সারা শরীর জুড়ে,
টেন্ডারে হয় ভেলকিবাজি
কেরুর দেহ খুঁড়ে।

রস চলে যায় গুড় চলে যায়
মদ ভিনেগার চিনি,
লাকড়ি লোহা যাচ্ছে খোয়া
যতোই নতুন কিনি।

জীর্ণ কেরুর কুঁজো মাজা,
শরীর-দেহে বারো বাজা!

_আহাদ আলী মোল্লা।
01.01.16