জীবননগরের রায়পুর বাজারে ফের নির্বাচনোত্তর হামলায় দুজনকে হাতুড়ি পেটা

স্টাফ রিপোটার: জীবননগরের রায়পুর বাজারে ফের নির্বাচনোত্তর হামলায় দুজনকে হাতুড়ি পেটা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থক হিসেবে পরিচিত ইউনুছ ও আজাবুল প্রকাশ্যে মহড়া দিয়ে অর্তকিত হাতুড়ি পেটা করে দুজনকে আহত করে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের মৃত মহাতাব ডাক্তারের ছেলে আজিজুল হক (৪৫) ও আব্দুল গফুরের ছেলে রেজা (৩৫) নৌকা প্রতীকের সমর্থক ও কর্মী। তারা দুজনে বাজারে প্রয়োজনীয় কাজে অবস্থান করাকালে ইউনুছ ও আজাবুল তাদেরকে এলোপাতাড়ি হাতুড়ি পেটা করে জখম করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুর্হুতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।