ছাত্রদলের প্রাতষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার: জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মোমিনুর রহমান মোমিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় পুরাতন সাহিত্য পরিষদ প্রাঙ্গণে ছাত্র রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান। অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহিদ মো. রাজিব খান ও মোমিনুর রহমান মোমিন। যুগ্মআহ্বায়ক শাহাজান খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য আমান উল্লাহ আমান, হুসাইন মালিক, সাইমুজ্জামান মিশা, মিলন হোসেন, হাফিজুল, রানা প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রদলকে সুসংগঠিত করলেই বিএনপি গতিশীল হবে। সঙ্কট মোকাবেলা করার জন্য সর্বপ্রথম ছাত্রদলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। সময়মতো কাউন্সিল না হওয়ায় ছাত্রদল অনেকটাই স্থবির হয়ে পড়েছে। অনুষ্ঠানে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।